একুশের নির্বাচনে মুকুলকে ‘বড়’ কাজে নিয়োগ করছে বিজেপি!

একুশের নির্বাচনে মুকুলকে ‘বড়’ কাজে নিয়োগ করছে বিজেপি!

কলকাতা:  আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম কাণ্ডারি হতে চলেছেন মুকুল রায়, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

এক সময়ে পরিবর্তনের নিশান উড়িয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই বামেদের থেকে জঙ্গলমহল, কেশপুর, গড়বেতা, পাঁশকুড়়া থেকে শুরু করে বর্ধমান, হুগলির মতো জেলায় ঘাটফুল ফুটেছে। অন্যদিকে, তিনি বঙ্গ রাজনীতির চাণক্য, ভোট ম্যানেজারও বটে। তবে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে এখন তিনি পদ্ম বাগানের অন্যতম সেনাপতি। রাজনৈতিক মহলের মতে, ২ থেকে লোকসভায় ১৮ জন সদস্য পাওয়ার মূল কারিগর নেপথ্যে সেই তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ডই।

দীর্ঘ সময় দলে পদহীন নেতা হিসেবে থাকার পর এখন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। আবার বঙ্গ রাজনীতির স্পদন হাতের তালুর মতো চেনা। ফলে ২০২১ বাংলার মসনদ দখলের লড়াইয়ে মুকুল রায়ের ওপর অনেকটাই নির্ভর করতে চান গেরুয়া শিবিরের ম্যানেজাররা। সৌমিত্র খান থেকে শুরু করে অর্জুন সিং এর মতো দাপুটে নেতাকে তৃণমূল থেকে বিজেপিতে টানা মুকুল রায়ের কৌশলকে কাজে লাগিয়ে বঙ্গ-রাজনীতিতে চমকের আমদানি করা মুকুল রায়কেই বিধানসভা নির্বাচনের অন্যতম কারিগর বানাতে চায় বিজেপি। যদিও সর্বভারতীয় সহ সভাপতি হওয়া এবং দিল্লির ভোটার হওয়ার কারণে দেশের রাজধানীতেই বেশিরভাগ সময় থাকেন তিনি। বিধানসভা নির্বাচনে তাঁর কৌশলকে কাজে লাগানো হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন দলের অন্যতম নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

যদিও মুকুল  রায়ের সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঠাণ্ডা লড়াই গেরুয়া রাজনীতির অন্যতম বিষয়। তবে সেসবে কান না দিয়ে আপাতত বাংলায় ক্ষমতায় দখলই মূল লক্ষ্য পদ্ম শিবিরের। যদিও সংসদের অধিবেশন চলাকালীন মুকুল রায় সহ দলের সাংসদদের নিয়ে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। তবে তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ডকে কী ভূমিকায় রাখা হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কয়েকজন হেভিওয়েট নেতাকে দলে টানতে মরিয়া গেরুয়া শিবির। সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল রায়।   বেশ কয়েকমাস ধরে জল্পনা চলতে থাকা শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সমান্তরালভাবে জন সংযোগ কর্মসূচী চালিয়ে গেলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানাননি। ফলে তিনি যদি গেরুয়া ব্রিগেডে সামিল হন, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের মতো ঘাসফুলের শক্তঘাঁটিতে পাপড়ি ফুলের পাপড়ি মেলার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনে ভোট পরিচালনার ক্ষেত্রে চালকের আসনে বসতে চলেছেন মুকুল রায়৷

বিজেপিতে যোগ দিয়ে অবশ্য “দিলীপদা”কেই বঙ্গ ব্রিগেডের অধিনায়ক মেনেছিলেন কৌশলী মুকুল রায়। তবে দিন যতই গড়িয়েছে দুই দিক থেকে সম্পর্কের উষ্ণতা কমেছে। গতমাসে জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয়ের মতো নেতারা। সেখানে সব নেতাদের মিলেমিশে কাজ করা এবং বঙ্গে ক্ষমতা দখলের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আপাতত সেদিকেই ঝাপাঁচ্ছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + two =