রাঁচি: হরিয়ানার পর এবার রাঁচী। পাথর পাচার রুখতে গিয়ে গতকাল মাফিয়াদের হাতে প্রাণ হারান হরিয়ানার ডিএসপি। সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যু হল ঝাড়খণ্ডের এক মহিলা অফিসারের৷ তল্লাশি চালানোর সময় এক সাব-ইনস্পেক্টরকে পিষে দিল একটি পিকআপ ভ্যান। মঙ্গলবার রাতে রাঁচীর টুপুদানা এলাকায় ঘটনাটি ঘটে৷
আরও পড়ুন- নজরে ‘শিলিগুড়ি করিডর’! ভুটানের ১০ কিমি ভিতরে ঢুকে আস্ত গ্রাম বানাল চিন!
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই মহিলা সাব-ইন্সপেক্টরের নাম সন্ধ্যা তপনো৷ তিনি তুপুদানা ওপির ইন-চার্জ পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে নিজের এলাকায় গাড়ির চেকিং করছিলেন তিনি। সেই সময়ই দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ধ্যার৷ রাঁচির এসএসপি কৌশল কুমার জানান, দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যানকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন সন্ধ্যা৷ সেই সময়েই চালক সাব-ইনস্পেক্টরকে ধাক্কা মেরে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার রাতে একইভাবে হরিয়ানা পুলিশের এক ডিএসপি সুরেন্দ্র সিং নুহতে তল্লাশি চালাচ্ছিলেন। সেই চালানোর সময় তাঁকে ডাম্পার দিয়ে পিষে মারে খনি মাফিয়ারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>