পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপির দেওয়া বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের প্রতিশ্রুতি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেনি বলে তথ্য জানার অধিকার আইনের উত্তর দিল নির্বাচন কমিশন৷
দলীয় ইস্তেহারে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদান করার কথা ঘোষণা করেছে বিজেপি৷ আর তা নিয়ে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পরেই খড়গহস্ত হয় বিরোধীরা৷ তারমধ্যেই, নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই প্রতিশ্রুতি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে কিনা, জানার জন্য চিঠি দেন সাকেত গোখলে৷ তাঁর উত্তরে কমিশনের তরফে জানানো হয়, ‘‘এই প্রতিশ্রুতিতে আদর্শ আচরণবিধির কোনও ভঙ্গ করেনি৷’’ কমিশনের তরফে আরও জানানো হয়, ‘‘নির্বাচনী ইস্তেহারে কল্যাণকর কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তারমধ্যে কোনও আপত্তি থাকবে না৷’’ আগামী বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে করোনার ভ্যাকসিন চলে আসতে পারে৷ এই নিয়ে বিহার নির্বচনে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি৷ এরপর নির্বাচন কমিশন জানায়, যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত করা সম্ভব, সেগুলির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে কোনও বাধা নেই৷
নির্মলা সীতারামনের ইস্তেহার প্রকাশ করার পরেই একযোগে পদ্মে কাঁটা ফোটাতে ময়দানে নেমে পড়েন রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে থেকে শুরু করে অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান, কাশ্মীরের নেতা ওমর আবদুল্লার মতো রাজনৈতিক নেতারা৷ প্রথমদিকে, সমালোচনার কোনও জবাব না দিলেও, পরে বিহারের বিজেপি নেতা ভুপেন্দ্র যাদব জানান, নূন্যতম মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, রাজ্য সরকার চাইলে সেই খরচ বহন করতে পারে৷ নির্বাচন কমিশনের জবাবের পরেই শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বলেন, ‘‘নির্বাচন কমিশন বিজেপির শাখা, সুতরাং তাদের থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না৷’’ যদিও কমিশনের এই জবাবের পর অনেকটাই স্বস্তিতে গেরুয়া শিবির৷