উত্তরপ্রদেশের বিধায়কদের মূল্য সবথেকে বেশি, বাংলা অনেক পিছিয়ে! রাষ্ট্রপতি নির্বাচনে কী নিয়ম

উত্তরপ্রদেশের বিধায়কদের মূল্য সবথেকে বেশি, বাংলা অনেক পিছিয়ে! রাষ্ট্রপতি নির্বাচনে কী নিয়ম

নয়াদিল্লি: সোমবার রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গিয়েছে, আজ তার ফল। লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে। বেশিরভাগ সবাই মনে করছেন যে দ্রৌপদী মুর্মু এগিয়ে রয়েছেন। কিন্তু বিধায়ক, সাংসদদের ভোটই শেষ কথা বলবে। তবে এক্ষেত্রেও দেখা যায় বিজেপি শাসিত রাজ্যের বিধায়কদের মূল্য সবচেয়ে বেশি। বাংলা সহ বাকি বেশ কয়েকটি রাজ্য অনেক পিছিয়ে। কেন এমন নিয়ম?

আরও পড়ুন: পাল্লা ভারী দ্রৌপদীর, যশবন্ত কি টেক্কা দিতে পারবেন? আজ ফল

তথ্য বলছে, উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ২০৮, আর সেই জায়গায় বাংলার বিধায়কদের মূল্য ১৫১! এই রাজ্যের আগে রয়েছে ঝাড়খণ্ড, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। প্রথম দুই রাজ্যের বিধায়কদের ভোটের মূল্য ১৭৬, মহারাষ্ট্রে ১৭৫। আবার ভোটের মুল্যে সবথেকে পিছিয়ে সিকিম, সেখানকার বিধায়কদের ভোটের মূল্য সবথেকে কম, ৭। মিজোরামে আট, নাগাল্যান্ডে ৯। কিন্তু রাজ্যভিত্তিক এই সংখ্যা দাঁড়াল কী ভাবে? তার জন্য বিশেষ অঙ্ক আছে অবশ্যই।

আসলে ১৯৭১ সালের জন গণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। সেই কারণেই এক একটি রাজ্যের বিধায়কদের ভোটের মূল্য এক এক রকম। অঙ্ক হল, কোনও রাজ্যের জনসংখ্যাকে সেই রাজ্যের মোট বিধায়ক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সেই ভাগফলকে আবার ১০০০ দিয়ে ভাগ করা হয়। তারপর যে সংখ্যা আসে সেটাই ওই রাজ্যের বিধায়কদের ভোটের মূল্য। উত্তরপ্রদেশের জনসংখ্যা বাকি রাজ্য থেকে অনেকটাই বেশি। তাই এই তফাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =