স্বস্তি! দেশে এক ধাক্কায় বেশ কিছুটা করল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু

স্বস্তি! দেশে এক ধাক্কায় বেশ কিছুটা করল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু

নয়াদিল্লি: গত সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপরে অবস্থান করার পর অবশেষে রেকর্ড পতন দেশের করোনা গ্রাফে। সপ্তাহের প্রথম দিনেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২১ হাজারের গন্ডি থেকে নামল ১৬ হাজারে। সেই সঙ্গে কমল মৃতের সংখ্যাও। প্রায় দুই সপ্তাহ ধরে রেকর্ড হারে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধির পর অবশেষে সোমবার তা কিছুটা নিম্নমুখী হল।

 সোম সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের করোনা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৮৬৬ জন। গত শুক্রবারেও দৈনিক আক্রান্তের এই সংখ্যাটি অবস্থান করছিল ২২ হাজারের দোরগোড়ায়। এর সঙ্গেই জানা গিয়েছে গত একদিনে অনেকটাই কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে নতুন করে করোনার বলি হয়েছেন আরো ৪১ জন। তবে এদিন ফের মাথাচাড়া দিয়েছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা তথা অ্যাকটিভ কেস। কেন্দ্রের হিসাব অনুযায়ী এদিন দেশে সক্রিয় রোগীর সংখ্যা পার করেছে এক লক্ষ পঞ্চাশ হাজারের গণ্ডি। গত একদিনে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে আরো ১৩২৩ জন। ফলে মোট সক্রিয় রোগী তথা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮৭৭ এ।

অন্যদিকে এদিন কিছুটা কমেছে সুস্থতার হার। কেন্দ্রের হিসাব জানান দিচ্ছে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮,১৪৮ জন। গত সপ্তাহের মধ্যভাগে এই সংখ্যাটাই বেড়ে ২০ হাজার পর্যন্ত পৌঁছেছিল। এই মুহূর্তে দেশে দৈনিক সুস্থতার হার অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। অন্যদিকে পজিটিভিটি রেটের অবস্থান ৪.৭ শতাংশ।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এদিন দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে অবস্থান করছে দক্ষিণের রাজ্য কেরল। এই রাজ্যে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০২১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে অবস্থান মহারাষ্ট্রের। দৈনিক আক্রান্তের নিরিখে কেরলের থেকে সামান্য পিছিয়ে এই রাজ্য। মহারাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। অন্যদিকে আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে এবং দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান আমাদের রাজ্য বাংলার। বাংলায় গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮১৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *