দৈনিক আক্রান্ত ফের ২০ হাজারে, দিল্লিতে এক রাতে সংক্রমণ বাড়ল ৬.৯১ শতাংশ

দৈনিক আক্রান্ত ফের ২০ হাজারে, দিল্লিতে এক রাতে সংক্রমণ বাড়ল ৬.৯১ শতাংশ

নয়াদিল্লি: একটু একটু করে বাড়তে বাড়তে বৃহস্পতিবার ফের দেশে কোরোনার দৈনিক সংক্রমণ প্রবেশ করল কুড়ি হাজারের গণ্ডিতে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশজুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় প্রায় দুহাজার বাড়ল। বুধবার সকালে কেন্দ্রের রিপোর্টে জানা গিয়েছিল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে আঠারো হাজারের গণ্ডিতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকালে সেটাই বেড়ে দাঁড়াল ২০,৫৫৭, কেন্দ্রের হিসাব এমনটাই জানাচ্ছে।

 বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ফের মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুসহ একাধিক রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কার্যত লাফিয়ে বেড়েছে। তবে এক্ষেত্রে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি রাজধানী দিল্লিতে। কারণ রাজধানীতে মাত্র ২৪ ঘন্টায় সংক্রমনের হার ৬.৯১ শতাংশ বেড়েছে। দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়ে রয়েছে ১০৬৬তে। বিগত দুই সপ্তাহে এই প্রথম দিল্লির দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করল। তবে দৈনিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র (২১৩৮)। মহারাষ্ট্র থেকে মাত্র কিছুটা পিছিয়ে দক্ষিণ রাজ্য কেরল (২১৩০)। তৃতীয়তে অবস্থান তামিলনাড়ুর (১৮০৩) ও চতুর্থতে কর্ণাটক (১৬২৪)। অন্যদিকে ১২৭৩ দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে পঞ্চম স্থানে অবস্থান আমাদের রাজ্য বাংলার।

 তবে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হারে বাড়লেও গতকাল অর্থাৎ বুধবারের থেকে কিছুটা কমেছে দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার বলি হয়েছেন আরও ৪৪ জন। দৈনিক মৃতের সংখ্যার শীর্ষে অবস্থান কেরলের (১২)। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র (৮)। অন্যদিকে দৈনিক মৃতের সংখ্যা নিরিখে তৃতীয় স্থানে অবস্থান করছে আমাদের রাজ্য বাংলা। বাংলায় গত একদিনে করোনা প্রান কেড়েছে আরও পাঁচজনের।

 অন্যদিকে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এদিন কিছুটা কমেছে দৈনিক সুস্থতার হার। গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯২১৬ জন। অন্যদিকে একদিনে সক্রিয় রোগী তথা অ্যাকটিভ কেসের সংখ্যা আরো ১২৯৭ বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + sixteen =