দিল্লি ঢোকার ছাড়পত্র পেলেন বিক্ষুব্ধ কৃষকরা, অস্বস্তি বাড়ছে কেন্দ্রের

দিল্লি ঢোকার ছাড়পত্র পেলেন বিক্ষুব্ধ কৃষকরা, অস্বস্তি বাড়ছে কেন্দ্রের

নয়াদিল্লি: প্রায় দেড় দিনের লড়াই করার পর অবশেষে দিল্লি ঢোকার অনুমতি পেলেন কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা৷ বৃহস্পতিবার হরিয়ানা সীমানায় কৃষকরা বিক্ষোভ দেখান৷ সেখানে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায় কৃষকদের৷ কাঁটা তার দিয়ে ঘেরা ব্যারিকেড তুলে নদীর জলে ফেলে দেওয়া হয় বিক্ষোকারীদের তরফে৷

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের তরফে৷ দিল্লির বাসিন্দাদের করোনা নিরাপত্তার কারণেই কোনও ভাবেই কৃষকদের ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি পুলিশ৷ যদিও বিহার নির্বাচন এবং সংসদের অধিবেশনের সময় করোনা প্রটোকল কেন মাথায় আসেনি, সেই প্রশ্ন তোলা হয় বিক্ষোভকারীদের তরফে৷ উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান ও কেরলের কৃষক ও কৃষক সংঘটন এই বিক্ষোভ যোগ দিয়েছে৷

দিল্লির রামলীলা ময়দানে একমাস ব্যাপী অবস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের৷ সাতটি কৃষক সংগঠনকে যুক্তি করে তৈরি করা সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ চলবে৷ তাঁদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁদের অবস্থানে আসতে বলা হয়েছে এবং কথা বলার দাবি জানানো হয়েছে৷ গতকাল হরিয়ানা- দিল্লি সীমানায় কৃষকদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল পাঠায় পুলিশ৷ যদিও তাতেও বিক্ষোভরত কৃষকদের হটানো যায়নি৷ তাঁদের সঙ্গে ছিল গরমের জমার পাশাপাশি খাদ্য সামগ্রী৷ পুলিশের ব্যারিকেড ফেলে দিল্লি ঢোকার চেষ্টা করেন কৃষকরা৷ মধ্যরাতেও কৃষকদের বিদ্রোহ দমনের লক্ষ্যে জল কামান ছোড়া হয়৷

কৃষকদের বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনীতি৷ তাঁদের আন্দোলন সমর্থন করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমৃন্দর সিং৷ যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার কৃষকদের মিছিল আটকে দেন৷ বিক্ষোভরত কৃষকদের দমন-পীড়নের অভিযোগ তুলে তোপ দাগে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =