কলকাতা: বাংলার রাজনীতি জগতে মদন মিত্র একটি রঙিন চরিত্র। তাঁর ফেসবুক লাইভ মানে নতুন কোনও সেনসেশন। কিন্তু সেই মদন মিত্র কিনা ফেসবুকে ছেড়ে দিচ্ছেন! এমন গুঞ্জনের কেন্দ্রবিন্দু হল মদন মিত্রের করা একটি ফেসবুক পোস্ট।
শনিবার রাতে প্রায় পৌনে দশটা নাগাদ রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র ফেসবুকে একটি পোস্ট করেন। সাদা কুর্তার ওপর লালচে জ্যাকেট পরে হাতে চায়ের কাপ নিয়ে পোজ দিয়েছেন মদন মিত্র। ছবিতে চায়ের কাপে চুমুক দিতে দেখা গিয়েছে তাঁকে। চোখে তাঁর কালো চশমা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘টাইম ফর প্যাক আপ।’ এই প্যাক আপ মানে কি তৃণমূল থেকে প্যাক আপের কথা বলেছেন মদন মিত্র? নাকি তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন? নাকি অন্য কিছুকে ইঙ্গিত করেছেন? প্রথম পোস্টে তার জবাব না মিললেও দ্বিতীয় ফেসবুক লাইভে তার জবাব দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তিন বছর জেলে কাটাতে হয় মদন মিত্রকে। জেল থেকে বের হওয়ার পর থেকে তিনি রাজনীতিতে তেমন সুবিধা করে উঠতে পারেননি। ভবানীপুরের এই নেতা তৃণমূলে এখন ব্র্যাত্য বলেও মনে করেন অনেকে। এর মধ্যে আবার পরের বছর বিধানসভা নির্বাচন। এর মধ্যেই উঠে আসছে দল বদলের জল্পনা। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন। তিনি দল বদল করতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা। এর মধ্যে যদি মদন মিত্র ‘প্যাক আপ’ ঘোষণা নতুন বিতর্ক তৈরি করেছিল৷ ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হতেই লাইভ করে তার জবাব দিয়েছেন তৃণমূলের এই নেতা৷