মেদিনীপুর: এদিন মেদিনীপুরের কলেজ মাঠ থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য কার্যত লড়াই শুরু করে দিলেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসমাবেশ বক্তৃতা দিতে গিয়ে ২০২১ নির্বাচনের জন্য নতুন স্লোগান তুললেল তিনি। সুর চড়িয়ে মমতা স্পষ্ট বললেন, ‘২০২১ বাংলার, ২০২১ আমাদের’। নির্বাচনী আবহে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান, ‘জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে’। এই স্লোগান তুলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, দেশজুড়ে হিংসার রাজনীতি করছে বিজেপি, বাংলাকেও গুজরাট বানাতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলাকে গুজরাট বানাতে দেবে না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস এবং সিপিএম বিজেপিকে সমর্থন করছে। এক সময় যে সিপিএম দল একের পর এক সন্ত্রাস করেছিল তারা এখন বিজেপির সবচেয়ে বড় রক্ষক, আর ওদিকে কংগ্রেস হয়ে গেছে তক্ষক। এই তিন দল অঙ্কা-বঙ্ক-সঙ্কা। মমতার কথায়, বাংলা ভালো আছে, তাই সকলের হিংসা হচ্ছে। বহিরাগতদের এনে বাংলা দখল করার চেষ্টা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তা হতে দেবে না। এই প্রেক্ষিতেই মমতার দাবি, বিজেপির কাছে টাকা আছে, বহিরাগত গুন্ডা আছে, কিন্তু তাদের কাছে তৃণমূল কংগ্রেসের মতো একজন কর্মীও নেই, তাদের হাতে তৃণমূল কংগ্রেসের মতো পতাকা নিয়ে। বাংলায় জনগণ তৃণমূলের সঙ্গে রয়েছে। এই প্রেক্ষিতেই জনসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে শ্লোগান দিয়ে মমতা বলেন, সকলকে মনে রাখতে হবে ২০২১ বাংলার, ২০২১ আমাদের। সকলকে শপথ নিতে আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে’। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ছাড়া কেউ আসবে না, হার্মাদ সিপিএম আসবে না, সিপিএমের বন্ধু কংগ্রেস আসবে না, বিজেপি তো একেবারেই আসবে না, আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩৪ বছর ধরে লড়াই করার পরে এই জায়গায় এসেছে তৃণমূল কংগ্রেস, কারুর দয়াতে আসেনি। বিজেপি যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেইল করবে, তাদের জব্দ করার চেষ্টা করবে, তাহলে তারা কিছুতেই পারবে না। অন্য যে কাউকে জব্দ করা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কখনো জব্দ করা যায় না বলে স্পষ্ট বার্তা দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা স্পষ্ট বার্তা দিলেন, তৃণমূল একেবারেই দুর্বল দল নয়। যারা মনে করছেন, তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেইল করবে, বার্গানিং করবে, তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করবে, সেই বিজেপি এবং তাদের বন্ধুদের হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, আগুন নিয়ে খেলার চেষ্টা কেউ যেন না করে।