নয়াদিল্লি: পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। জানা গিয়েছে, হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। তবে বৈঠক কী নিয়ে হয় তা জানতে কৌতূহল কম নেই।
আরও পড়ুন- ‘২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’, শহিদ সমাবেশে দাবি মমতার
তবে এদিন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্যও হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অনুমান করা হচ্ছে, রাজ্যের বকেয়া নিয়ে এই বৈঠকে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। পাশাপাশি মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে বৈঠক হতে পারে। তবে মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের মধ্যেই অর্থাৎ ৬ অগাষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। তবে তাঁর দল এতে ভোটদান থেকে বিরত থাকবে বলে আগেই জানিয়েছিল। কিন্তু ভোট না দিলেও মুখ্যমন্ত্রী তাঁর দলীয় সাংসদদের সঙ্গে দেখা করতে পারেন, এমনটাও জানা গিয়েছে।