নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লি সীমান্তে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের দীর্ঘ কয়েকমাসের আন্দোলন, প্রতিবাদ যেন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ আর এরই মাঝে দেখা গেছে এই কৃষক আন্দোলন নিয়ে রাজনৈতিক চাপানউত্তর। একদিকে বিরোধী দলের নেতারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে সেলিব্রিটিরা সব এসেছে আন্দোলনের মাটিতে।
এই আন্দোলনের মাঝেই দেশের সর্বোচ্চ আদালতের কাছে নাক কাটা গেছে কেন্দ্র সরকারের। গত মঙ্গলবার এই কৃষি আইনের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। আর তার পরেই বিরোধী দলনেতারা সরকারকে কটাক্ষ করছেন বিভিন্ন মন্তব্যে। এদিকে বিজেপিও আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই আইনে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিকে প্রধান বিচারপতি ববদের ডিভিশন বেঞ্চ এই বিতর্কিত মামলার বিষয়টি আরেকবার পর্যালোচনা করে দেখার জন্য চার সদস্যের এক কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে। আর তারপরেই বিজেপি নেত্রী হেমামালিনীর একটি বিতর্কিত মন্তব্যে সরগরম জাতীয় রাজনীতি।
বর্ষীয়ান বলিউড অভিনেত্রী, তথা মথুরার বিজেপি সাংসদ হেমামালিনী কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে বলেছেন, “এই আন্দোলনে পাঞ্জাবে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এটা একেবারেই ভালো ছবি নয়। সরকারের তরফে বারবার তাঁদের আলোচনায় বসতে বলা হয়েছে কিন্তু ওঁদের কোনও এজেন্ডাই নেই৷’’ হেমামালিনীর এই মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যকে মেনে নিতে পারছেন না অনেকে। এই মন্তব্যের পর বিজেপি সাংসদের আরেকটি মন্তব্য আরও জোরদার করেছে বিতর্ক। তিনি বলেন, ‘‘ওঁরা নিজেরাই জানে না যে ঠিক কী চায়।’’ একদিকে, কৃষকদের সন্তুষ্ট করে রাজ্যে যেমন ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, অন্যদিকে কৃষকদের নিয়ে এমন মন্তব্য বেশ কিছুটা অস্বস্তিতে ফেলছে পদ্ম শিবিরকে৷