শ্রীনগর: নিঃসন্দেহে দৃষ্টান্ত। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে সামিল হল লস্কর জঙ্গির পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিয়ে তারাও তেরঙ্গা উত্তোলন করল। কাশ্মীরের লস্কর-ই-তইবা জঙ্গির পরিবারের এই পদক্ষেপ দেশের স্বাধীনতার আগে বিরাট অর্থ বহন করবে বলেই ধারণা সকলের।
আরও পড়ুন- থানার আইসির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক!
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায় পতাকা উত্তোলন করে এই লস্কর জঙ্গির পরিবার। পাশাপাশি তারা এও জানিয়েছে, ভারতীয় হিসেবে গর্বিত সকলে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনে ভারতবাসীকে নিজ নিজ বাড়িতে দেশের জাতীয় পতাকা তোলার আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ডাকেই সাড়া দিয়ে এই পদক্ষেপ নিল এই জঙ্গির পরিবার। উল্লেখ্য, গত ২ আগস্ট থেকেই দেশজুড়ে স্বাধীনতা উদযাপনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙ্গা উত্তোলনের পাশাপাশি প্রত্যেক ভারতবাসীকে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি তেরঙ্গায় বদলে ফেলার আর্জিও জানিয়েছেন তিনি।
তবে এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির ‘বিদ্রোহী’ নেতা বরুণ গান্ধী। তিনি দাবি করেছিলেন যে, অনেক জায়গায় পতাকা না কিনলে রেশন দেওয়া হচ্ছে না! অর্থাৎ রেশন নিতে গেলে জাতীয় পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে একটি ভিডিও দিয়ে টুইট পর্যন্ত করেছেন তিনি। বরুণ টুইটারে লিখেছিলেন, ”স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন যদি গরীবের কাছে বোঝা হয়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। যারা রেশন নিতে যাচ্ছেন তাঁদের পতাকা কিনতে বাধ্য করা হচ্ছে, না কিনলে রেশনের অংশ কেটে নেওয়া হচ্ছে। প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে থাকা জাতীয় পতাকার দাম গরিবদের থেকে জোর করে নেওয়া লজ্জাজনক।”