মুম্বই: প্রয়াত হয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা ‘আকাশা’ বিমান সংস্থার মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। রবিবার সকালে নিজের বাসভবনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাকেশ। শেয়ারবাজারে এই রাকেশের অপর নাম হল ‘বিগ বুল’। বলা হয় এখনো পর্যন্ত শেয়ার বাজারের বিনিয়োগে কখনো লোকসানের মুখ দেখেননি এই ধনকুবের। তবে রাকেশের জন্ম কিন্তু হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত পরিবারে। কলেজে পড়ার সময় থেকেই শেয়ার বাজারের উপর ব্যাপক আগ্রহ ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, বাবার কাছ থেকে শেয়ার বাজারের গল্প শুনেই সেখানে বিনিয়োগের আগ্রহ জন্মায় রাকেশের। ১৯৮৫ সালে নিজের চেষ্টায় সর্বপ্রথম শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন মাত্র ৫০০০ টাকা। সেখান থেকে আজ প্রায় চল্লিশ হাজার কোটির সাম্রাজ্য। এক কথায় রাকেশের গোটা জীবনটাই ছিল সিনেমার মতো বর্ণময়।
মুম্বইয়ের সিডেনহাম কলেজ থেকে স্নাতক হন তিনি। পরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়া থেকে পড়াশোনা করেন। কলেজে পড়ার সময় থেকেই স্টক মার্কেটের প্রতি রাকেশের আগ্রহ ছিল। তাঁর বাবার কাছ থেকেই এ বিষয়ে তিনি উৎসাহ পান। ১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন রাকেশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা। ২০২২ সালের জুলাই মাসের পরিসংখ্যান অনুযায়ী ভারতের ৩৬ তম বিত্তবান ব্যক্তিত্ব ছিলেন তিনি। ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত রাকেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৩০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ হাজার ৪০০ কোটি টাকা।
রাকেশ ঝুনঝুনওয়ালা ১৯৮৭ সালের ফেব্রুয়ারি সালে রেখা ঝুনঝুনওয়ালাকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যা এবং যমজ পুত্র রয়েছে। নিজের জীবনকালে বহু মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগ করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ২০০২ সালে রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান সংস্থার শেয়ার কিনেছিলেন মাত্র ৩ টাকা দরে। আজ এই সংস্থার শেয়ারের দল ২১৪০ টাকা। রাকেশ ঝুনঝুনওয়ালা সংস্থার ৪.৪ কোটি শেয়ার বা ৫.১ শতাংশের মালিক। ঝুনঝুনওয়ালার পোর্টফলিওতে লুপিন, ক্রিসিল, প্রজ ইন্ড, অরোবিন্দ ফার্মার মতো বহু সংস্থা মাল্টিব্যাগার স্টক রয়েছে। প্রাইম ফোকাস লিমিটেড, জিওজিৎ বিএনপি পরিবহন আর্থিক পরিষেবা, প্রজ ইন্ডাস্ট্রিজ, কনকর্ড বায়োটেক, ইত্যাদির মতো বড় কোম্পানিগুলির পরিচালনা পর্ষদের সদস্য রাকেশ ঝুনঝুনওয়ালা।
তাছাড়া তিনি একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘ইংলিশ-ভিংলিশ’, ‘শমিতাভ’, ‘কি অ্যান্ড কা’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। তিনি হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।গত রবিবারই আকাশে উড়েছিল তাঁর পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। এক সপ্তাহের ব্যবধানে আর এক রবিবার আচমকা থামল ভারতীয় ‘বিগ বুল’-এর দৌড়। প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা।