এখনই ভোট হলে ৩২১ আসন পাবে NDA! বলছে সমীক্ষা

এখনই ভোট হলে ৩২১ আসন পাবে NDA! বলছে সমীক্ষা

eb04d6e64b84f1cf31b9f9858aafe3f1

নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতি কিংবা বেকারত্বের পরিসংখ্যান, দেশজুড়ে চলতে থাকা কৃষি আন্দোলন বা চিনা অনুপ্রবেশ, এসব কোন কিছুই বিজেপি তথা এনডিএ-র ওপর প্রভাব ফেলবে না। এখনই লোকসভা নির্বাচন হলে গরগর করে জিতবে তারাই! এমনই বলছে ‘ইন্ডিয়া টুডে: মুড অফ দ্য নেশন’ সমীক্ষা। এমনকি সবচেয়ে ক্ষমতাবান প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে এসেছে সেই নরেন্দ্র মোদীরই। 

সমীক্ষার পরিসংখ্যান বলছে, আজ যদি দেশে লোকসভা নির্বাচন হয় তাহলে এনডিএ পেতে চলেছে ৩২১ আসন, এদিকে ইউপিএ তিন অঙ্ক ছুঁতে পারবে না। তারা পাবে ৯৩ টি আসন। এদিকে অন্যান্যরা পাবে ১২৯ টি আসন। ভোট শতাংশ অস্বাভাবিকভাবে ইউপি-এর থেকে অনেক এগিয়ে এনডিএ। তারা পাচ্ছে ৪৩ শতাংশ ভোট এবং ইউপিএ পাচ্ছে ২৭ শতাংশ। অর্থাৎ ফের একবার যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষার রিপোর্ট। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ভূমিকা কেমন, এই প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশ মানুষ বলছেন ভালো, ৩০ শতাংশ মানুষ মনে করছেন অত্যন্ত ভালো। অর্থাৎ সবমিলিয়ে নরেন্দ্র মোদির দাপট যে এতটুকুও কমেনি তা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একেবারে স্পষ্ট। 

এনডিএ সরকার এবং নরেন্দ্র মোদীর মতই দেশের মানুষ মন্ত্রী হিসেবে ব্যাপক পছন্দ করছেন অমিত শাহকে, এমনটাই উঠে এসেছে সমীক্ষায়। ৩৯ শতাংশ মানুষ মনে করছেন বর্তমান বিজেপি সরকারের সেরা মন্ত্রী হলেন অমিত শাহ। তাঁর পরে ১৪ শতাংশ ভোট নিয়ে সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর নাগরিকত্ব আইন থেকে শুরু করে কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়ে বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সি ভোটার সমীক্ষা। সেই পরিসংখ্যান অনুযায়ী, বাংলার ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে ক্ষমতায় না এলে আসন সংখ্যা এবং ভোট শতাংশ বাড়াবে বিজেপি, এই ইঙ্গিত মিলেছে স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *