লাহোর: নীল আকাশকে সাক্ষী রেখে প্রকৃতির কোলে বসে সুর তুলেছেন শিল্পী৷ ভেসে আসছে ‘জন গণ মন অধি নায়ক…’ দেখে মনে হবে যেন কোনও ক্যানভাস৷ পিছনে গাঢ় সবুজ পাহাড়৷ আকাশের এক কোনে জমেছে মেঘ৷ তবে এটা জীবন্ত ক্যানভাস৷ আর জাতীয় সঙ্গীতের এই সুর ভারতে নয়, বাজছে পাকিস্তানে৷ প্রকৃতির মাঝে সাদা পোশাকে বিরাজ করছেন পাকিস্তানি রবাবশিল্পী সিয়াল খান। তাঁর হাতের ছোঁয়াতেই আলোড়িত যন্ত্রীর তার। বাজাচ্ছেন, ‘প্রেমহার হয় গাঁথা…’।
আরও পড়ুন- ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল গুগলের
৭৫ বছর আগে যে ক্ষত নিয়ে দ্বিবিভক্ত হয়েছিল ভারত, সেই ক্ষত লুকিয়ে রয়েছে কি হৃদয়ের মানচিত্রে? ক্ষত থাকলেও তার উপর যেন পড়ল শিল্পীর সুরের প্রলেপ৷ আজ ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটা যে খালি হাতে কাটিয়ে দেওয়া যায় না। তাই রবাব নিয়ে বসলেন সিয়াল খান। সুরে সুরেই বুঝিয়ে দিলেন না বলা কথা, আক্ষেপ, সান্ত্বনা৷ সীমান্তের ওপারে থাকা বন্ধুদের কাছে সুরের উপহারই পৌঁছে দিলেন তিনি।
Here’s a gift for my viewers across the border. 🇵🇰🇮🇳 pic.twitter.com/apEcPN9EnN
— Siyal Khan (@siyaltunes) August 14, 2022
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পার। সকাল সকাল উপহার হয়ে সীমান্তের ওপার থেকে৷ পাক শিল্পীর রবারে বাজল রবি ঠাকুরের গান। শুধু গান নয়, এ যে ভারতের জাতীয় সঙ্গীত। ‘জন গন মন’ গানের ভিডিয়ো পোস্ট করে উপরে লিখলেন, ‘সীমান্ত পেরিয়ে আমার সমস্ত দর্শকের জন্য রইল এই উপহার।’ লেখার নীচে ভারত পাকিস্তানের পতাকা দু’টি রাখা হল পাশাপাশি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>