চোখের ভিতরে তেরঙ্গা! শিল্পীর কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া

চোখের ভিতরে তেরঙ্গা! শিল্পীর কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া

কলকাতা: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পার৷ আবেগে ভাসছে আপামর দেশবাসী৷ ঘরে ঘরে তো বটেই, কেউ পাহাড়ের চূড়ায় ওড়াচ্ছে তেরঙ্গা, কেউ বা জলের নীচে৷ তবে এই ব্যক্তি যা করলেন তা নিয়ে শোরগোল পড়েছে নেটপাড়ায়৷ হাতে, গালে, কিংবা মুখে নয়, একেবারে চোখে জাতীয় পতাকা আঁকলেন তিনি৷ ডান চোখে তেরঙ্গার মিনিয়েচার ছবিটি এঁকেছেন তিনি। যা অত্যন্ত বিপজ্জনক। এই দুঃসাহসিক কাজ করে প্রচুর প্রশংসাও কুড়িয়েছেন। তবে, চোখের ভিতর আঁকা পতাকা বসানোর এই সিদ্ধান্তে তাঁর স্বাস্থ্য নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর ছবি। 

 আরও পড়ুন- ভারতের স্বাধীনতা দিবসে পাক শিল্পীর উপহার! সীমান্তের ওপার থেকে এল ‘জন গণ মন’-র সুর

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম ইউএমটি রাজা। তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের বাসিন্দা। ইউএমটি রাজা একজন মিনিয়েচার আর্টিস্ট। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবে অ্যাক্টিভিস্ট। এই বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি পালন করছে দেশ৷ সেই উপলক্ষ্যেই এই দুঃসাহসিক কাজ করেন তামিলনাড়ুর এই শিল্পী। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

জানা গিয়েছে যে, সেই কাজটি সিদ্ধান্ত তিনি নিজেই নেন৷ তবে চোখে তেরঙা পতাকা বসানোর আগে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়েছিলেন রাজা। চিকিৎসক সোজা মানা করে দেন৷  কারণ এতে চোখে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে৷ চুলকানিও হতে পারে। কিন্তু, স্বাধীনতা সংগ্রাম নিয়ে দেশবাসীর মনে সচেতনতা সৃষ্টি করতে বদ্ধপরিকর ছিলেন এই দক্ষিণী শিল্পী। তাই বিশেষ অনুমতি নিয়ে সতর্ক নজরদারির মধ্যে এই কাজ সম্পন্ন করেন। 

এর জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে ইউএমটি রাজাকে। তিনি ডিমের সাদা খোসা নিয়ে তার উপর একটি খুব পাতলা ফিল্মজাতীয় কাপড় রেখে ক্ষুদ্র জাতীয় পতাকা আঁকেন। তারপর সেটিকে সন্তর্পণে চোখের মধ্যে বসান। এই পতাকা আঁকার জন্য সময় তো লেগেইছে, পাশাপাশি চোখের ভিতরে সেটি রাখতে  সময় লাগে ৩ ঘণ্টারও বেশি। যা ছিল সত্যই ঝুঁকিপূর্ণ৷