স্বাধীনতার ৭৫ বছর, টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

স্বাধীনতার ৭৫ বছর, টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

নয়াদিল্লি: দেখতে দেখতে দেশের স্বাধীনতা দিবস পদার্পণ করল ৭৬ তম বর্ষে। অর্থাৎ আজ ভারতের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি। আজকের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারের ‘আজাদি কি অমৃত মহোৎসব।’অন্যদিকে স্বাধীনতা দিবসের এই বিশেষ দিন উপলক্ষে সোমবার সকাল সকাল দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রবিবার মধ্যরাতেই রাজ্যবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার সকাল ৬টায় একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।’ প্রসঙ্গত, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দিল্লি, গোটা দেশ সেজে উঠেছে। সকাল থেকেই দিল্লির লালকেল্লায় শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।এদিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি টুইট বার্তায় লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বছর! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।’

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ অর্থাৎ সোমবার সকাল ঠিক সাড়ে সাতটার সময় লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই  স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। এরপরেই শুরু হয় তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণ। 

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। পুলিশ, আধাসেনা তো রয়েছেই রবিবার থেকেই লালকেল্লা এবং তৎসংলগ্ন এলাকার উপর করা নজরদারি চলছে আকাশপথেও। বসানো হয়েছে ড্রোন প্রতিরোধকারী বিশেষ ডিভাইস। এছাড়া হাজারটি বিশেষ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরাও ইন্সটল করা হয়েছে লালকেল্লার চারপাশে। মঙ্গলবার লালকেল্লা ও তার আশেপাশের এলাকাতে ঘুড়ি ওড়ানোতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। চলতি বছরে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে গোয়েন্দা সূত্রে আগের থেকেই খবর ছিল স্বাধীনতা দিবসে রাজধানী এবং লাগোয়া এলাকায় নাশকতা ছক করতে পারে জঙ্গিরা। ফলে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরো কড়া পাহারার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *