শ্রীনগর: স্বাধীনতা দিবসের পরের দিনেই ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা। কাশ্মীরের পহেলগাঁওয়ের গভীর খাদে উল্টে গেল নিরাপত্তারক্ষী বোঝাই বাস। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। জানা গিয়েছে ওই বাসে ৩৭ জন ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশের জওয়ান এবং দুজন পুলিশকর্মী ছিলেন। তাদের সকলকে নিয়েই বাসটি মঙ্গলবার সকালে পহেলগাঁওয়ের কাছে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। বাকি অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে খবর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে যায়। বাসে ছিলেন ৩৭ জন ইন্দো-তিব্বত পুলিশের জওয়ান ও ২ জন পুলিশকর্মী। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জওয়ানের। দুর্ঘটনায় মোট ৩০ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজে নেমেছে সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাবাহিনীর বিশাল দল। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১৯ টি অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই একে একে অনেককেই উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের আনন্দনাগের সরকারি হাসপাতাল থেকে শ্রীনগরের সেনা হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>