বিজেপির প্রার্থী কারা? ধোঁয়াশা অব্যাহত, দিল্লি গেল তালিকা

বিজেপির প্রার্থী কারা? ধোঁয়াশা অব্যাহত, দিল্লি গেল তালিকা

bd9cf3962d2d398993b9058acb9502b3

কলকাতা: এতদিন পরে কৌতূহল ছিল বাংলার নির্বাচন নির্ঘণ্ট নিয়ে।‌ এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা নিয়ে কৌতুহল তুঙ্গে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করে দেন। কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। তাই জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে কৌতুহল আরো বেড়েছে। একইসঙ্গে, বিজেপির প্রার্থী কারা হচ্ছেন তার দিকেও আলাদা নজর রয়েছে সকলের। সূত্রের খবর, প্রাথমিকভাবে বিজেপি প্রার্থীদের নামের তালিকা পৌঁছে গিয়েছে দিল্লিতে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে, দিল্লিতে ১৩০ টি বিধানসভার প্রার্থী তালিকা পৌঁছেছে।‌ অনেক কেন্দ্রে একাধিক প্রার্থীর নাম রয়েছে। তাই আপাতত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে বিজেপি সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। এই প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ১৩০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হবে, পরবর্তী ক্ষেত্রে ১৬৪ কেন্দ্রের প্রার্থী বাছাই হবে। যদিও বিরোধীদের কটাক্ষ, যোগ্য প্রার্থী খুঁজতেই বিজেপির সময় লেগে যাচ্ছে, তাই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারছে না তারা। তবে তৃণমূল কংগ্রেসের মতো বিজেপির প্রার্থী তালিকা থেকে অনেক তারকার নাম থাকবে তা এখন থেকেই অনুমান করা যাচ্ছে। তবে এ ক্ষেত্রে কোন দল আগে প্রার্থী তালিকা ঘোষণা করে তার দিকে নজর থাকছে কারণ, অন্যের প্রার্থী তালিকা দেখার পরেই নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে রাজনৈতিক দলগুলি।

ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে যে আদতে কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে যখন বিজেপি সহ অন্যান্য বিরোধী দল প্রার্থী তালিকা নিয়ে কিছুটা হলেও ভাবনা চিন্তা করছে, তখন খুব সহজেই ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা কী হতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ, কারণ প্রার্থী তালিকায় কারা কারা থাকতে পারেন তা নিয়ে আলাদা জল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *