রামমন্দির নির্মাণে কত হাজার কোটি টাকার চাঁদা উঠেছে জানেন?

রামমন্দির নির্মাণে কত হাজার কোটি টাকার চাঁদা উঠেছে জানেন?

374a10526e9c84d0cfc34c35989fad37

 
অযোধ্যা: রামমন্দির তৈরির জন্য অনেক দিনই ধরেই টাকা তোলা হচ্ছে৷ এখনও পর্যন্ত তিন হাজার কোটি টাকা উঠেছে বলে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানা গিয়েছে৷ ওই ট্রাস্টের মহাসচিব চম্পত রাই জানান, এখনও অনেকে অর্থদান করছেন৷ তবে বাড়ি বাড়ি গিয়ে অর্থদান করার কাজ বন্ধ করা হয়েছে৷ রামমন্দির তৈরি হবে অযোধ্যায়৷ তার জন্য অনেকেই অর্থদান করছেন৷ 

জানা গিয়েছে যে অডিটের কাজ চলছে৷ এই অর্থের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে৷ কারণ, গোড়ায় তাঁরা যেমন আশা করেছিলেন, তার থেকে এখনও পর্যন্ত অনেক বেশি টাকা জমা পড়েছে বলেই জানিয়েছেন মহাসচিব চম্পত রাই৷ রামমন্দিরের জন্য অর্থ দেওয়ায় তিনি সকলকে ধন্যবাদ দিয়েছেন৷ তিনি জানান, রামমন্দিরের জন্য কেউ অর্থদান করতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন ৷ অথবা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেও টাকা দেওয়া যাচ্ছে৷

প্রঙ্গসত, বাঁকুড়ার রাইপুর বিধানসভার ফুলকুশমায় নির্বাচনী প্রচারে এসে বাংলার বর্তমান সরকারকে একহাত নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বলেন, উত্তরপ্রদেশে যাঁরা রাম-বিরোধী সরকার, তাদের আর খুঁজে পাওয়া যায়নি, বাংলাতেও তার অন্যথা হবে না৷ বঙ্গ ভোটের নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের কড়া সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ৷ পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রীকে উদ্দেশ্য করে তাঁর হুঁশিয়ারি, ‘রামের বিরোধিতা করবেন না৷’ রামের বিরোধিতা করতে নিষেধ করা প্রসঙ্গে এদিন তাঁর ব্যাখ্যা, যারা রামের বিরোধিতা করেছেন, তারাই ক্ষমতা হারিয়েছে৷ এই প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকারের কথা তুলে ধরেছেন৷ এদিকে, জয় শ্রীরাম প্রসঙ্গ তিনি দাবি করেন, জয় শ্রীরামে বাধা দেওয়ায় বাংলার সব মানুষ এখন এই স্লোগান দিচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *