পানাজি: বিজেপি নেত্রী তথা টিকটক স্টার সোনালি ফোগাট প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, শুটিংয়ের জন্য দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই আচমকা হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: অসময়ে চলে গেলেন তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোকস্তব্ধ সংবাদমহল
সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছিলেন সোনালি। ২০২০ সালে টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেও বিপুল জনপ্রিয়তা পান। মৃত্যুর একদিন আগে তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার ছবিও পরিবর্তন করেছিলেন, পোস্ট করেছিলেন ভিডিও। তার পর তাঁর মৃত্যুর খবর যেন কারোরই বিশ্বাস হচ্ছে না। সূত্রের খবর, গোয়া পৌঁছে তাঁর শরীর খারাপ লাগছিল। কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন সোনালি ফোগাট। উল্লেখ্য, ২০১৬ সালে, তাঁর স্বামী সঞ্জয় ফোগাটের মৃত্যু হয়েছিল।
২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি। হরিয়ানার আদমপুর বিধানসভা আসনে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। তবে কুলদীপের কাছে হেরে যান তিনি। কয়েক মাস আগে বিতর্কও সৃষ্টি হয়েছিল তাঁকে নিয়ে। একজনকে প্রকাশ্যে জুতো মারতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপক সমালোচনা হয়।