সন্তানকে বুঁকে আকড়ে খাবার ডেলিভারি করছেন মহিলা, কুর্নিশ জানাল নেটপাড়া

সন্তানকে বুঁকে আকড়ে খাবার ডেলিভারি করছেন মহিলা, কুর্নিশ জানাল নেটপাড়া

মুম্বই: এটাই হয়তো বেঁচে থাকার লড়াই৷ মাথায় হেলমেট, মুখে মাস্ক, হাতে অর্ডার করা খাবারের প্যাকেট৷ শুনেই বোঝা যাচ্ছে কোনও অনলাইন খাদ্য সংস্থার এজেন্টের কথা বলছি৷ কিন্তু, অন্যান্য এজেন্টদের তুলনায় তিনি খানিকটা পৃথক৷ কারণ তাঁর কোলে রয়েছে ছয় মাসের এক শিশু! হ্যাঁ, এই ভাবেই একরত্তি মেয়েকে বুকে আগলে দরজায় জরজায় খাবার পৌঁছে দিচ্ছেন জোম্যাটোর ওই মহিলা এজেন্ট৷

আরও পড়ুন- হার্ট অ্যাটাক, গোয়া গিয়ে প্রয়াত বিজেপি নেত্রী

দরজার ঘণ্টি বেজে উঠতেই সৌরভ বুঝেছিলেন অর্ডার করা খাবার এসে গিয়েছে৷ কিন্তু দরজা খুলতেই যেন কিছুটা ঝটকা লাগে তাঁর৷ মহিলা এজেন্টের কোলে দুধের শিশু দেখে নিজের কৌতুহল চেপে রাখতে পারেননি সৌরভ পাঞ্জওয়ানি৷ তাঁকে জিজ্ঞাসা করে বসেন, এভাবে সন্তানকে সঙ্গে নিয়েই ঘোরেন? স্মিত হেসে ওই মহিলা বলেন, ‘হ্যাঁ৷ আমার দুই ছেলে-মেয়েকে সঙ্গে নিয়েই খাবার ডেলিভারি করি৷’’ তাঁদের কথার মাঝেই ছুটে আসে বছর পাঁচেকের একটি ছোট্ট ছেলে৷ সৌরভ ফের উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করেন, ‘‘এও আপনার ছেলে? এও আপনার সঙ্গে থাকে?’’ ফের মৃদু হেসে ওই মহিলা জবাব দেন, ‘হ্যাঁ’৷ এ কথা শোনার পর সৌরভ কুর্নিশ জানান ওই মহিলাকে৷ সেই সঙ্গে বলেন, সন্তানদের সঙ্গে নিয়ে কাজ করছেন, ওটা খুবই ভালো কথা৷ কিন্তু, এভাবে ওদের রোদের মধ্যে ঘোরাবেন না যেন৷ 

খাবার ডেলিভারি করতে আসা ওই মহিলার এই জীবন সংগ্রাম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সৌরভ৷ এই পোস্ট সংশ্লিষ্ট অনলাইন খাবার সংস্থার নজরে আসতেই তারা ওই মহিলা এজেন্টের নাম সহ যাবতীয় তথ্য সৌরভের কাছে জানতে চায়৷ তারা ওই মহিলার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে৷ সেটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ৷   ধন্যবাদ জানিয়েছেন ওই সংস্থাকেও৷