রোজ ৮ জন করে শিশু পাচার! চিন্তা বাড়াল NCRB রিপোর্ট

রোজ ৮ জন করে শিশু পাচার! চিন্তা বাড়াল NCRB রিপোর্ট

নয়াদিল্লি: শিশু পাচার নিয়ে বড়সড় চিন্তার তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে ২০২১ সালে রোজ ভারতে পাচারের শিকার হয়েছেন ৮ জন শিশু। শুধু তাই নয়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পাচার বেশ অনেকটাই বেড়েছে। তবে চিন্তা শিশুদের নিয়ে শুধু নয়। আতঙ্ক রয়েছে মহিলাদের পাচারের ইস্যু নিয়েও।

আরও পড়ুন- পরিচারিকার উপর অকথ্য অত্যাচার, বাধ্য করা হয় মূত্র চাটতে, গ্রেফতার BJP-র সেই নেত্রী

এনসিআরবি বলছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মানব পাচার বেড়েছে ২৭.৭ শতাংশ। ২০২০ সালে যেখানে ১ হাজার ৭১৪টি মামলা হয়েছিল এই বিষয়ে সেখানে ২০২১ সালে সেই মামলার সংখ্যা ২ হাজার ১৮৯টি। তথ্যে আরও উঠে এসেছে, ২০২১ সালে দেশে মোট ৬ হাজার ৫৩৩ জনকে পাচার করার রিপোর্ট হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৮৭৭ জনই শিশু। হিসেব বলছে, প্রতিদিন ৮ জন শিশু পাচারের শিকার হয়েছে। অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটে যে সমস্ত মামলা নথিভুক্ত হয়েছিল, তার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর এখানেই আরও বেশি চিন্তা। কারণ অনুমান করা হচ্ছে, এমনও প্রচুর ঘটনা ঘটেছে যার জন্য কোনও মামলা করা হয়নি। সেই সংখ্যা ঠিক কত, সেটা জানা মুশকিল। তাই দাবি, যে সংখ্যা এই মুহূর্তে জানা যাচ্ছে, আসল সংখ্যা আরও অনেক বেশি।

পাচারের মামলায় শীর্ষে রয়েছে তেলেঙ্গানা রাজ্য। তারপর আছে মহারাষ্ট্র এবং অসম। শিশু, মহিলা ছাড়াও অনেক সংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষও আছেন যাদের পাচার করা হচ্ছে। তবে এও খবর, রিপোর্ট অনুযায়ী অনেককে উদ্ধারও করা গিয়েছে পাচারকারীদের হাত থেকে। কিন্তু সামগ্রিকভাবে দেশের পরিসংখ্যান যে খুব একটা ভাল নয়, তা স্পষ্ট। এই কারণেই পুলিশ এবং বিভিন্ন সংগঠন আরও বেশি করে তৎপর হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =