নয়াদিল্লি: গোলামির চিহ্ন থেকে মুক্তি৷ নৌসেনার নতুন পতাকা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী সেন্ট জর্জ ক্রসের বদলে এ বার থেকে ভারতীয় নৌবাহিনীর পতাকায় স্থান পেল ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’। শুক্রবার কেরলের কোচিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকার উদ্বোধন করলেন নমো। তিনি বলেন, ‘‘এত দিনে গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌসেনার পতাকা।’’
মোদীর উন্মোচিত নয়া পতাকায় এক কোণে রয়েছে ভারতের জাতীয় পতাকা৷ নয়া পতাকা থেকে উধাও লাল ‘ক্রস’৷ রয়েছে ভারতীয় নৌসেনার প্রতীক৷ সঙ্গে লেখা নৌসেনার স্লোগান ‘শ নৌ বরুণ’ লেখা। আগে নৌসেনা যে পাতাকা ব্যবহার করা হত, সেটির রং ছিল সাদা। তাতে ছিল লাল রঙের ‘ক্রস’৷ সেই লাল ‘ক্রসের’ মধ্যিখানে ছিল ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ। আর পতাকার বাম কোণে ছিল ভারতের জাতীয় পতাকা৷
এদিন নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, ঔপনিবেশিকতার স্মৃতি সমন্বিত পতাকা সরিয়ে মরাঠা শাসক ‘ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রা’র প্রতীকযুক্ত নয়া পতাকা নৌসেনার হাতে তুলে দিতে পেরে তিনি গর্বিত৷ ১৯৫০ সালের পর থেকে এই নিয়ে চতুর্থবার রং এবং ধাঁচ পাল্টাল ভারতীয় নৌসেনার পতাকা। তবে, নরেন্দ্র মোদীর আগে কোনও রাষ্ট্রনেতা ভারতীয় সশস্ত্রবাহিনীর কোনও শাখায় ‘গোলামির চিহ্ন’ নিয়ে মন্তব্য করেননি। তিনিই প্রথম৷ ঘটনাচক্রে, বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানাতেও এক বার বদলেছিল ভারতীয় নৌবাহিনীর পতাকা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>