স্বপ্নপূরণ! ২১ বছর পর তাই দাড়ি কাটলেন বৃদ্ধ

স্বপ্নপূরণ! ২১ বছর পর তাই দাড়ি কাটলেন বৃদ্ধ

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মনস্কামনা পূরণ! তাই তো ২১ বছর পর দাড়িতে খুর চালালেন বৃদ্ধ৷ সংকল্প পূরণে দাড়ি কাটলেন তিনি৷ ঘটনাটি ছত্তিসগড়ের মহেন্দ্রগড় এলাকার৷ কিন্তু কী এমন পণ করেছিলেন বৃদ্ধ? 

আরও পড়ুন- বিয়ের মণ্ডপে হাউহাউ করে কাঁদছেন বর! পাশে দাঁড়িয়ে হেসে খুন কনে, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, ওই বৃদ্ধ একজন সমাজকর্মী৷ নাম রামশঙ্কর গুপ্ত৷ তিনি ঠিক করেছিলেন, যতদিন না মনেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর অঞ্চলকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হবে, ততদিন তিনি দাড়ি কামাবেন না৷ এর জন্য দীর্ঘ ২১ বছর অপেক্ষা করতে হয় তাঁকে৷ সম্প্রতি রাজ্যের ৩২ তম জেলা হিসেবে মনেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরের নাম ঘোষণা করা হয়। গত বছর অগাস্ট মাসে নতুন জেলা গঠনের কথা ঘোষণা করা হলেও, তা কার্জকর হতে আরও এক বছর সময় লেগে যায়। এই এক বছরেও নিজের প্রতিজ্ঞা থেকে সরেননি রামশঙ্কর৷ নতুন জেলা উদ্বোধন হওয়ার পরই দাড়ি কাটেন এই বৃদ্ধ।

গত শুক্রবার নতুন জেলার কাজ শুরু হতেই প্রতিজ্ঞা মাফিক দাড়ি কেটে ফেলেন রামশঙ্কর। সম্প্রতি, তাঁর দাড়ি কাটার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ জানা গিয়েছে, মনেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর (MCB)-র নতুন জেলাশাসকের কাছে প্রথম ডেপুটেশনও জমা দেন তিনি।এ প্রসঙ্গে রামশঙ্কর বলেন, “আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, যতদিন মনেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর অঞ্চলকে পৃথক জেলার মর্যাদা দেওনা না হবে, ততদিন পর্যন্ত দাড়ি কাটবো না। যদি মনেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর কখনও আলাদা জেলা না হত, তাহলে আমি কোনও দিনই নিজের দাড়ি কামাতাম না।” দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার মানুষ এই দাবিতে সোচ্চার ছিলেন বলেও দাবি তাঁর৷