নয়াদিল্লি: আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি।
আরও পড়ুন- হঠাৎই প্রসববেদনা মহিলার, ট্রেনেই সন্তান প্রসব করালেন ডাক্তারি পড়ুয়া
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।’’ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছরের রানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১১ সেপ্টেম্বর জাতীয় শোক পালন করা হয় ভারতেও।
রাষ্ট্রপতির পাশাপাশি রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ১০ ডাউনিং স্ট্রিট থেকে আমন্ত্রণ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। তবে জানা গিয়েছে, সম্ভবত রানির শেষকৃত্যে যোগ দিতে পারবেন না মোদী। কারণ, সেই সময় এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য উজবেকিস্তানে থাকবেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর।
রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার লন্ডনে উপস্থিত থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে বিশেষ বাসে করে তাঁদের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে আসা হবে৷ তবে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে পৃথক গাড়িতে নিয়ে আসা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>