শৌচাগারের মেঝেতে রাখা খাবার খাওয়ানো হল কবাডি খেলোয়াড়দের! ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড়

শৌচাগারের মেঝেতে রাখা খাবার খাওয়ানো হল কবাডি খেলোয়াড়দের! ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড়

লখনউ:  শৌচাগারের মেঝেতে রাখা ভাত, তরকারি। সেখান থেকেই খাবার নিয়ে পরিবেশন করা হচ্ছে কবাডি খেলোয়াড়দের! এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷ তবে এই ভিডিয়ো ঘিরে উঠেছে বিতর্কের ঝড়৷ 

আরও পড়ুন- আলবিদা! আকাশপথের যাত্রা শেষ পাক ফাইটার ধ্বংসকারী অভিনন্দনের সেই ‘মিগ’ বিমানের

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি ঘরের মেঝেতে বেশ কিছু পাত্রে ভাত, সবজি সাজিয়ে রাখা হয়েছে৷ তারপর সেই পাত্র থেকেই খাবার নিয়ে পরিবেশন করা হচ্ছে অনূর্ধ্ব ১৭ কবাডি প্রতিযোগীদের। সেও অনুর্ধ্ব ১৭ দলেরই প্রতিযোগী৷ ওই ভিডিয়োটি আরও দেখা যায়, ঘরের মেঝেতেই পড়ে রয়েছে উদ্বৃত্ত খাবার। তবে ঘরটি রান্না ঘর কিংবা বসার কোনও ঘর নয়৷  সেটি আদতে শৌচাগার। তার মধ্যেই রাখা হয়েছে খাবারের পাত্র।

এক মিনিটের ওই ভিডিয়োটিতে শৌচাগারের বেসিন ও প্রস্রাব করার জায়গাটি স্পষ্ট দেখা গিয়েছে। শৌচাগারের মধ্যে খাবার রাখা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। গত ১৬ সেপ্টেম্বর শাহরানপুরে মেয়েদের অনূর্ধ্ব ১৭ কবাডি প্রতিযোগিতা চলাকালীন ওই ভিডিয়োটি তোলা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে৷

এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। যদিও শাহরানপুরের ক্রীড়া আধিকারিক অনিমেষ সাক্সেনার দাবি,  জায়গার অভাবে খাবারগুলি পোশাক বদলানোর ঘরে রাখা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ‘‘খাবারগুলো শৌচাগারে রাখা হয়নি। সুইমিং পুলের কাছে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বৃষ্টি নামায় খাবারগুলি সুইমিং পুল লাগোয়া পোশাক বদলানোর ঘরে রাখা হয়। স্টেডিয়ামে নির্মাণ কাজ চলায়  আর অন্য কোথাও খাবার রাখার জায়গা ছিল না।’’ অনিমেষকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর৷