যানজট এড়াতে শহরের আকাশেই এবার উড়বে হেলিকপ্টার! যাত্রীপিছু খরচ কত?

যানজট এড়াতে শহরের আকাশেই এবার উড়বে হেলিকপ্টার! যাত্রীপিছু খরচ কত?

2ded295efc0634b5a6b243948375950f

কলকাতা: ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, কিন্তু রাস্তায় বিশাল জ্যাম৷ গাড়ির চাকা গড়াচ্ছে না৷ ভিড়ের মাঝে দাঁড়িয়ে অনেকেরই মনে হয় যদি পাখা মেলে উড়ে যাওয়া যেত আকাশ পথে! পাখা না এলেও, সেই কল্পনা অনেকটাই সত্যি হতে চলেছে৷ এবার শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে হেলিকপ্টারে চড়ে।, বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে খুব শীঘ্রই হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’৷ আগামী ১০ অক্টোবর থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে।

আরও পড়ুন- গর্ভপাতের অধিকার পাবেন অবিবাহিত মহিলারাও, ‘বৈবাহিক ধর্ষণ’ বাস্তব, জানাল শীর্ষ আদালত

এইচ১২৫ ডিভিজি এয়ারবাস হেলিকপ্টারে একসঙ্গে পাঁচ জন যাত্রী সফর করতে পারবেন। সড়ক পথে যে দূরত্ব অতিক্রম করতে ২ ঘণ্টারও বেশি সময় লেগে যেত,  হেলিকপ্টারে চেপে সেই পথ পেরনো যাবে মাত্র ১২ মিনিটে। আর টিকিটের মূল্য? যাত্রী পিছু হেলিকপ্টার যাত্রার খরচ পড়বে ৩,২৫০ টাকা৷ এর উপর কিছু করও ধার্য করা হয়েছে। সপ্তাহে পাঁচ বার এই পথে যাতায়াত করবে হেলিকপ্টারটি৷ এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি হওয়া এই হেলিকপ্টার পরিষেবা থেকে কর্পোরেট যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে৷ 

আপাতত এই রুটে দুটি কপ্টার চলাচল করবে৷ বেঙ্গালুরু থেকে এইচএএল বিমানবন্দরের উদ্দেশে একটি চপার ছাড়বে সকাল ৯ টায়৷ বিকেলে ৪ টে ১৫ নাগাদ সেই কপ্টারটিই আবার ফেরত যাবে।

আবহাওয়া মনোরম, সাজানো গোছানো শহর৷ কিন্তু বেঙ্গালুরুর  যানজটের ছবি একেবারেই সুখকর নয়৷ বিশ্বের বড় বড় শহরগুলির রেকর্ড দেখলে বোঝা যাবে, বেঙ্গালুরুর যানজটের চাপ টেক্কা দিয়েছে বাণিজ্যনগরী মুম্বইকেও৷ ‘গ্লোবাল লোকেশন’ বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  এক বছরে বেঙ্গালুরুর এক জন সাধারণ যাত্রীর রাস্তাঘাটের যানজটে সময় ব্যয় হয় প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। এই পরিস্থিতির মধ্যে হেলিকপ্টার পরিষেবা সফল হবে বলেই আশা করা হচ্ছে৷