ভোজ খেতে আধার কার্ড! বিয়েবাড়িতে হুলস্থুল, হেসে লুটোপুটি নেটিজেনরা

ভোজ খেতে আধার কার্ড! বিয়েবাড়িতে হুলস্থুল, হেসে লুটোপুটি নেটিজেনরা

6ebb88bef13010b1c9b016ff10e4b36b

কলকাতা: এরেই বুঝি কয় বিয়ে বাড়ির ভোজ! বিয়ের পর বরযাত্রীর আধার কার্ড মিলিয়ে তাঁদের খেতে দিল কনের বাড়ির লোক!

আরও পড়ুন- মিড-ডে মিলে নুন-ভাত! এটাই যোগীরাজ্যের শিশুদের আহার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে৷ যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। জানা গিয়েছে, বিয়ে বাড়িতে বরযাত্রীকে আধার কার্ড নিয়ে আসতে হবে বলে আগেই ফরমান জারি করেছিল কনেপক্ষ৷ যাঁরা সেই ফরমান মেনে আধার কার্ড নিয়ে এসেছিলেন শুধুমাত্র তাঁদেরকেই খাওয়ানো হল বিয়ে বাড়ির ভোজ৷ 

এই হাস্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার। গত ২১ সেপ্টেম্বর আমরোহার ধাওয়ারসি এলাকায় ছিল বিয়ের অনুষ্ঠান৷ সময় মতো বর নিয়ে উপস্থিত হয়েছিল বরযাত্রী৷ সুষ্ঠ ভাবে বিয়ে সম্পন্নও হয়৷ কিন্তু গোল বাঁধল ভোজ খেতে গিয়ে৷ বিয়ের পর, বরযাত্রীরা খাবার ঘরে ঢুকতেই তাঁদের বাধা দেয় মেয়ের বাড়ির লোকেরা৷ যা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

ওই ভিডিয়োটিতে দেখা যায়, বরযাত্রীরা বসার আগেই খাবার টেবিলগুলি দখল করে নেয় কনের বাড়ির লোক। তারা খাওয়াও শুরু করে দেয়৷ এদিকে, খাবারের জন্য ঠায় দাঁড়িয়ে থাকেন বরযাত্রীরা৷ এরপর বরযাত্রীদের সুবিধার্থে একটি বুদ্ধি আঁটেন তাঁরা। যাঁরাই খাবার খেতে যান, তাঁদের আধার কার্ডগুলি পরীক্ষা করা শুরু হয়। যাঁদের আধার কার্ডের ঠিকানা বরের ঠিকানা বা সেই এলাকার সঙ্গে মেলে প্রথমে তাঁদেরকেই  ভোজ খাওয়ার সুযোগ দেওয়া হয়। আর যাঁদের আধার কার্ডের সঙ্গে মেয়ের বাড়ির এলাকার মিল রয়েছে, তাঁদের সরিয়ে দেওয়া হয়৷ এভাবেই খেতে বসানো হয় বরের বাড়ির লোকেদের৷

খাবারের জন্য আধার কার্ড দেখার এই পদ্ধতি দেখে হেসে খুন নেটাগরিকরা৷ তবে আধার কার্ড দেখিয়েও এন্ট্রি পাননি, এমন বরযাত্রীও রয়েছে৷ খাবার না পেয়ে ফিরে এসে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আধার কার্ড দেখিয়েও খাবার ঘরে ঢোকার অনুমতি পেলাম না৷ ভিডিয়োতে দেখা যায়, আধার কার্ড দেখিয়ে তিনি ভিতরে ঢোকার চেষ্টা করছেন৷ কিন্তু তাঁকে আটকে দেয় মেয়ের বাড়ির লোক৷ এই কাণ্ডে হুলস্থুল বাঁধে বিয়েবাড়িতে৷