ফের বিভ্রাট! গরু-মোষের ধাক্কার পর এবার যান্ত্রিক ত্রুটিতে বিকল বন্দে ভারত এক্সপ্রেস

ফের বিভ্রাট! গরু-মোষের ধাক্কার পর এবার যান্ত্রিক ত্রুটিতে বিকল বন্দে ভারত এক্সপ্রেস

 নয়াদিল্লি:  গত বৃহস্পতিবারের ঘটনা৷ মোষের পালে ধাক্কা মেরে থমকে গিয়েছিল ভারতের দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের চাকা৷ শনিবার ফের বিভ্রাট৷ ট্রেনের চাকায় ট্র্যাকশনের গন্ডগোল দেখা দেওয়ায় থমকে যায় ট্রেনের গতি। অগত্যা শতাব্দী এক্সপ্রেসে চড়িয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। পরপর বিভ্রাটের ঘটনায় কেন্দ্রকে বিঁধল তৃণমূল। সুর চড়িয়ে তাদের প্রশ্ন, আত্মনির্ভরতার নামে কেন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র? 

আরও পড়ুন- ভরা বাজারে সুস্মিতার ‘দিলবর’ গানে তুমুল নাচ তরুণীর, তবে সব নজর কাড়লেন অটোচালক!

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘বন্দে ভারত’ এক্সপ্রসের সময় একেবারেই ভাল যাচ্ছে না। ২৪ ঘণ্টার ব্যবধানে তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়ল এই সেমি হাই স্পিড ট্রেনটি। শনিবার দিল্লি থেকে বারাণসী যাওয়ার পথে ডানকুর ও ওয়্যার স্টেশনের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের সি৮ কোচের ট্র্যাকশন মোটরে গোলযোগ দেখা যায়। বিষয়টি রেল কর্মীদের চোখে পড়তেই অপারেশন কন্ট্রোল বিভাগে খবর দেওয়া হয়। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখেন টেকনিক্যাল বিভাগের কর্মীরা। খুব ধীর গতিতে ট্রেন চালিয়ে নিয়ে আসা হয় ২০ কিলোমিটার দূরের খুরজা স্টেশনে৷ সেখানেই ট্রেনের সমস্ত যাত্রীকে নামিয়ে শতাব্দী এক্সপ্রেসে তুলে গন্তব্যে পাঠানো হয়। মেরামতির জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে ফিরিয়ে আনা হয় ডিপোয়৷ 

এদিকে, এই ঘটনায় একহাত নিয়েছে তৃণমূল৷ টুইটারে তারা লেখে, “নতুন নতুন ট্রেন উদ্বোধন করলেই দেশের দুর্দশা কাটবে না। আত্মনির্ভরতার নামে পরপর তিনদিন বিপদের মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন আমজনতার জীবনের ঝুঁকি নিচ্ছেন?’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল কয়েকটি মোষ। যার জেরে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার কার্যত একই জায়গায় ধাক্কা মারে একটি গরু। আর শনিবার বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় ধরা পড়ল ত্রুটি।