প্রয়াত মুলায়ম, কত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন যোগী?

প্রয়াত মুলায়ম, কত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন যোগী?

লখনউ: উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব প্রয়াত। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’ মুলায়ম৷ তাঁর প্রয়াণে ভারতের রাজনৈতিক মহলে শোকের ছায়া। আর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। একই সঙ্গে এও জানান হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুলায়মের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

আরও পড়ুন- আচমকাই বাজারে অর্থমন্ত্রী! নিদের হাতে বেছে কিনলেন সবজিও, দর বুঝতেই কি বাজারে নির্মলা?

এদিন সকালে এই দুঃসংবাদ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুলায়মের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিকে, রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শীর্ষ স্থানীয় সব রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত মুলায়মকে শেষ শ্রদ্ধা জানান। দেশের অন্যান্য বিরোধী দলের নেতারাও শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে। আর উত্তরপ্রদেশ সরকার তো বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তারা আগামী ৩ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করবে।

বিগত দু’বছর ধরে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব৷ শারীরিক সমস্যাার কারণে দলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ২ অক্টোবর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, মুলায়মজির অবস্থা সঙ্কটজনক। এর পর আর পরিস্থিতি পাল্টায়নি। জীবনের লড়াইয়ে হার মানেন সপা সুপ্রিমো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =