ইউক্রেনে রাশিয়ার ৫০টি মিসাইল হানা, নতুন করে আক্রমণ শুরু করছে রুশ বাহিনী! পরমাণু হামলার আশঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ৫০টি মিসাইল হানা, নতুন করে আক্রমণ শুরু করছে রুশ বাহিনী! পরমাণু হামলার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: আট মাস হয়ে গিয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছেই।  মাঝে কিছুদিন হামলার তীব্রতা কমিয়েছিল রাশিয়া। কিন্তু সোমবার থেকে ইউক্রেনে ফের আছড়ে পড়তে শুরু করেছে রাশিয়ার মিসাইল। এদিন ৫০টির বেশি মিসাইল হামলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ অন্যান্য অঞ্চলে। ইউক্রেনের উত্তর, পূর্ব এবং মধ্য অঞ্চলের শহরগুলিতেও মিসাইল হামলা হয়েছে। তবে সবচেয়ে ক্ষতি হয়েছে রাজধানী কিয়েভের। হামলার অভিঘাতে বিদ্যুৎহীন হয়েছে কিয়েভ। দেখা দিয়েছে তীব্র জল সংকট। কিয়েভের পাশাপাশি হামলা হয়েছে খারকিভেও। তবে শহরগুলিতে মিসাইল হামলার জেরে  প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে আশঙ্কা নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার নিয়ে। রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে ইউক্রেনের উপর, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ কিছুদিন আগেই প্রথম বারের জন্য রুশ ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’-এর মহড়া হয়েছে। এর আগে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে রুশ ফৌজ। রাশিয়ার পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনী ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’ এই মহড়া চালিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘আরআইএ’ জানাচ্ছে, সেই সময়  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত ওই মহড়া টেলিভিশনের পর্দায় দেখেছেন। আর রুশ প্রেসিডেন্টের পরমাণু যুদ্ধের প্রস্তুতি দেখার ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। সেই থেকে যুদ্ধ চলছে। বিভিন্ন মহল থেকে বহু আবেদনের পরেও রাশিয়া যুদ্ধ থামায়নি। পাল্টা সাধ্যমত প্রতিরোধ করে চলেছে ইউক্রেন। এই যুদ্ধে দু দেশের হাজার হাজার সেনার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ইউক্রেনের বহু সাধারণ মানুষের। এতদিন স্থল এবং ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে রুশ ফৌজ। কিন্তু ন্যাটো এবং ইউক্রেনের উপর চাপ বাড়াতে পুতিন কৃষ্ণসাগরের গভীরে পরমাণু বোমা পরীক্ষা করতে পারেন বলে সম্প্রতি কয়েকটি পশ্চিমি সংবাদমাধ্যম দাবি করেছিল। এবার সেই আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের আশঙ্কা রাশিয়া এবার ইউক্রেনের উপর নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারে। উল্টোদিকে  রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ‘ডার্টি বম্ব’ ব্যবহারের পরিকল্পনা করছে। সব মিলিয়ে যুদ্ধ আরও জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। আর এরপর যদি রাশিয়া নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে তবে তার পরিণাম যে কতটা মারাত্মক হবে, সেটা কারও অজানা নয়। তাই আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =