নিলামে উঠছে সারদার সম্পত্তি, বিজ্ঞপ্তি জারি সেবির! আদৌ কি প্রতারিতরা টাকা ফেরত মিলবে?

নিলামে উঠছে সারদার সম্পত্তি, বিজ্ঞপ্তি জারি সেবির! আদৌ কি প্রতারিতরা টাকা ফেরত মিলবে?

নিজস্ব প্রতিনিধি: চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। যে ঘটনায় রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যায়। সারদা কর্তা সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়-সহ অনেকেই সেই কেলেঙ্কারির পর থেকেই জেলে রয়েছেন।‌ ঘটনার পর নয় বছর কেটে গেলেও এখনও অভিযুক্তদের শাস্তি ঘোষণা হয়নি। বেশ কয়েক বছর আগে রাজ্য সরকার আমানতকারীদের টাকা ফেরতের উদ্যোগ নিলেও তাতে সবার ভাগ্যে শিকে ছেড়েনি।

এই পরিস্থিতিতে চিটফান্ড সংস্থা সারদার সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলছে সেবি। আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ ও‌ তার ডিরেক্টরদের সম্পত্তি নিলামে তোলা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি’র কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যারা ওই সম্পত্তি নিলামের মাধ্যমে কিনতে ইচ্ছুক তাঁরা ৩ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আবেদনপত্র গ্রহণের শেষ দিন হচ্ছে ২৮ অক্টোবর। আর ১ নভেম্বর নিলাম হবে বলে জানানো হয়। কিন্তু উৎসবের মরশুমে আবেদনপত্র জমা ও নিলামের দিন পিছিয়ে দেওয়া হয়েছে যাতে আরও বেশি ইচ্ছুক ক্রেতা সরাসরি নিলামে অংশ নিতে পারেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিলাম থেকে যে বিপুল টাকা উঠবে সেটা কি প্রতারিতদের ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে? যদিও সেবি নিলাম নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে আমানতকারীদের কপালে।

কলকাতা হাইকোর্ট সারদা সংক্রান্ত মামলা আগেই পাঠিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির হাতে। তার ভিত্তিতে আবেদনকারী পক্ষের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছিলেন সিবিআই, ইডি, রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার কাছে সারদার যে বিপুল সম্পত্তি রয়েছে তা তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া সারদা কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার ৫০০ কোটির তহবিল গড়ার কথা ঘোষণা করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের কমিশনের কাছে রাজ্য সরকার ওই তহবিলে ২৮৭ কোটি টাকা দেয়। জানা গিয়েছে ওই তহবিলে ১৪০ কোটি টাকা এখনও পড়ে রয়েছে। টাকা ফেরত চেয়ে কমিশনের কাছে সাড়ে ১৭ লক্ষ আমানতকারী আবেদন করেছিলেন।

সেখানে ৩ লক্ষ ৯০ হাজার জনকে কমিশন চেক বিলি করে। তবে বিভিন্ন কারণে আমানতকারীদের ১০২ কোটি টাকা ফেরত দেওয়া যায়নি বলে সেটি রাজ্যকে ফিরিয়ে দিয়েছে কমিশন। এই পরিস্থিতিতে সারদার স্থাবর সম্পত্তির নিলাম হতে চলেছে। আমানতকারীরা চাইছেন সেখান থেকে অর্জিত অর্থ অবিলম্বে যেন তাঁদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ নিলামের কথা বলা হলেও তার মাধ্যমে অর্জিত অর্থ আমানতকারীদের ফেরানো হবে কিনা তা নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবুও টাকা ফেরতের আশায় এখন নিলামের দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ প্রতারিত ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =