কলকাতা: বিএড পরীক্ষা শুরুর আগেই ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়৷ প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। শনিবার শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের বিএড প্রথম সেমেস্টারের পরীক্ষা ছিল। ১২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, তার কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে পরীক্ষার প্রশ্নপত্র। যা নিয়ে ১৬৭টি পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তি তৈরি হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই খবর যেতেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্ন মিলিয়ে দেখা হয়। দেখা যায়, কোনও মিল নেই। তবে এই ঘটনার জেরে পরীক্ষা বাতিল করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা ব্যবস্থা বানচাল এবং বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে কোনও অসাধু চক্র এই কাজ করেছে।’