হানিট্র্যাপে ফাঁসিয়ে তথ্য আদায় করেছে পাক গুপ্তচর! জেলে বসেও ‘হানি’-তেই মজে সেনাকর্মী

হানিট্র্যাপে ফাঁসিয়ে তথ্য আদায় করেছে পাক গুপ্তচর! জেলে বসেও ‘হানি’-তেই মজে সেনাকর্মী

জয়পুর: ফেসবুকে পরিচয়৷ সেখান থেকেই প্রেম৷ আর প্রেম এমন গভীর যে, ভুললেন নিজের কর্তব্যজ্ঞান৷ ফাঁস করে দিলেন সেনার সমস্ত গোপন তথ্য৷ 

আরও পড়ুন- ফের মিলবে ট্রেনের টিকিটে ছাড়, দীপাবলীর আগে প্রবীণদের জন্য সুখবর রেলের

অভিযোগ, যিনি মন চুরি করেছেন, তিনি নাকি পাক গুপ্তচর! কিন্তু সে কথা মানতে নারাজ প্রেমিক৷ জেলবন্দি হওয়ার পরেও ‘হানি হানি’ করে চলেছেন অভিযুক্ত সেনাকর্মী। জেল সূত্রের খবর, অধিকাংশ সময়ই নাকি প্রেমিকার স্বপ্নেই বিভোর হয়ে থাকেন অভিযুক্ত সেনাকর্মী। সেলের মধ্যেই বদ্ধ পাগলের মতো খুঁজে ফেরেন প্রেমিকাকে। ভারতীয় সেনার তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় রবিপ্রকাশ মীনারকে৷ সব কিছু জানার পরও তাঁর এহেন ‘অন্ধ প্রেম’ দেখে হতবাক তদন্তকারীরাও। 

চলতি মাসে রাজস্থানের সাপোতারা এলাকা থেকে বছর ৩১-র রবিপ্রকাশকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রকে চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন তিনি৷ দিল্লির সেনা ভবনে কর্মরত ছিলেন রবিপ্রকাশ। ফেসবুকে হানিট্র্যাপে ফাঁসিয়ে তাঁর থেকে সেনার গোপন তথ্য হাতিয়ে নেয় পাক এজেন্ট৷ এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় রবিপ্রকাশ জানান, ফেসবুকে অঞ্জলি তিওয়ারি নামে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। অঞ্জলি তাঁর কাছে নিজেকে ভারতীয় সেনার অফিসার বলেই পরিচয় দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছিলেন, বাংলায় কর্মরত রয়েছে৷ এই বলেই রবিপ্রকাশের বিশ্বাস অর্জন করেছিল ওই পাক গুপ্তচর। তাঁর প্রমের ফাঁদে পা দিয়েই গোপন তথ্য ফাঁস করে দেন রবিপ্রকাশ৷