‘উৎসবের আনন্দ সেনাদের মাঝেই’, দীপাবলীতে কার্গিলে আবেগতাড়িত মোদী

‘উৎসবের আনন্দ সেনাদের মাঝেই’, দীপাবলীতে কার্গিলে আবেগতাড়িত মোদী

নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ধারা অব্যাহত রেখেই এই বছর লাদাখের কার্গিল পৌঁছন প্রধানমন্ত্রী। সকালেই টুইট করে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান তিনি। 

আরও পড়ুন- হানিট্র্যাপে ফাঁসিয়ে তথ্য আদায় করেছে পাক গুপ্তচর! জেলে বসেও ‘হানি’-তেই মজে সেনাকর্মী

এদিন কার্গিল থেকে ভাষণে জওয়ানদের ‘পরিবার’ বলে সম্বোধন করে নমো বলেন, ‘‘আমার দীপাবলির সমস্ত আনন্দ, উজ্জ্বলতা আপনাদের মাঝেই।’’ সীমান্তে যে ভাবে জঙ্গিদমন করেছে ভারতীয় সেনা, তাতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কার্গিলে আমাদের জওয়ানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ইয়ে সফল৷ আমি নিজে তার সাক্ষী। এখানে আসার পর আমাকে পুরনো ছবি দেখানো হয়েছে। যা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে আমার।’’ কার্গিলে দাঁড়িয়ে সেনার প্রশংসা করে মোদী বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের এমন কোনও যুদ্ধ নেই যেখানে কার্গিল বিজয় পতাকা ওড়ায়নি। পাহাড়ে কর্তব্যরত সেনা জওয়ানদের ভূমিকারও প্রশংসা করেন তিনি৷  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশের সীমান্ত সুরক্ষিত এবং অর্থনীতি শক্তিশালী হলে তবেই একটা দেশ নিরাপদ থাকে। গত ৭-৮ বছরে বিশ্বে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।’’ 

এদিন সকালে টুইট বার্তায় মোদী লিখেছিলেন, ‘‘সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানাই। দিওয়ালি আলোর উৎসব। এই শুভ দিনে আমাদের জীবনে আনন্দ, সুখ নিয়ে আসুক, এই কামনা করি। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে দিওয়ালি কাটান।’ অপর একটি টুইটে পিএমও-র তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী কার্গিলে পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি আমাদের বীর জওয়ানদের সঙ্গে দিওয়ালির উৎসব পালন করবেন।