খরচ ১৮০০ কোটি! লোকসভা ভোটের আগেই খুলছে রাম মন্দির

খরচ ১৮০০ কোটি! লোকসভা ভোটের আগেই খুলছে রাম মন্দির

অযোধ্যা: বিরোধীরা প্রথম থেকেই দাবি করেছিল যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি সরকার রাম মন্দির গড়ার লক্ষ্য নিয়েছে। আসলে ভোট ব্যাঙ্কের কারণেই মোদী সরকারের এই পদক্ষেপ। এখন সেই দাবি মান্যতা পেলেও পেতে পারে কারণ জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দির। এই মন্দির তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা।

আরও পড়ুন- জেলে দু’মাসে ৯ কিলো ওজন কমল অনুব্রতর! কমে কত হল?

সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০২৪ সালের ১৪ জানুয়ারি রাম মূর্তি স্থাপিত হবে অযোধ্যার মূল মন্দিরে। এ ছাড়া মন্দির চত্বরে আরও একাধিক ছোট মন্দির তৈরি হবে। অর্থাৎ সেই বছরের লোকসভা নির্বাচনের প্রায় সাড়ে ৩ মাস আগেই যে মন্দির ভক্তদের জন্য খুলে যাবে তা প্রায় নিশ্চিত। রামমন্দির ট্রাস্টের তরফ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি এও জানান হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে মন্দিরের প্রথম তল সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। উল্লেখ্য, ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্দির ট্রাস্ট সূত্রে খবর, মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলেপাথর যা আসবে কর্ণাটক থেকে। এছাড়া রাজস্থান থেকে এসেছে মার্বেল পাথর, এক লক্ষ ঘন ফুট শ্বেতপাথর। এও জানা গিয়েছে, মন্দির চত্বরে থাকবে একটি জাদুঘর, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি আর্কাইভ। মোট ১১০ একর জমিতে রাম মন্দির নির্মাণের কাজ চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =