কলকাতা: ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বদলের ইঙ্গিত৷ প্রায় ছ’মাসের বিরতির পর ফের নিজের পুরানো পদে ফিরতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য৷ সূত্রের খবর, বর্তমান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডঃ শর্মিলা মিত্র বেহালা কলেজের অধ্যক্ষ পদে ফিরতে পারেন বলে সূত্রের খবর৷ গত ১০ জুলাই একটি নির্দেশিকা জারি করে অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্রকে চেয়ারম্যান পদে নিয়োগ করার কথা ঘোষণা করেন রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব৷
চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু, কেন এই বদল? চাকরিপ্রার্থীদের অভিযোগ, শর্মিলাদেবী নতুন পদে বসে চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধান করতে পারেননি৷ চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখাও করতে না৷ গোটের মুখ থেকেই চাকরিপ্রার্থীদের তাড়িয়ে দেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে৷ এছাড়াও, দাড়িভিট স্কুলে ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের চূড়ান্ত গাফিলতি প্রকাশ্যে চলে আসে৷ স্কুলে শূন্যপদ সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে৷ এই নিয়ে রাজ্য সরকারের অন্দরেও ক্ষোভ-বিক্ষোভের আবহ তৈরি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে বাধ্য হন খোদ শিক্ষামন্ত্রী৷ প্রকাশ্যে কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি৷ তবে, ক্ষোভ-বিক্ষোভ বাড়লেও শর্মিলাদেবী হাতেই খুলে যায় বন্ধ শিক্ষক নিয়োগে দরজা৷
শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে, গত ১২ জুলাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুবীরেশ ভট্টাচার্য৷ একদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ ও কমিশনের চেয়ারম্যান পদে সুবীরেশবাবুর দৈত্য ভূমিকা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে বিক্ষোভ দানা বাধাতে থাকে৷ প্রায় ৬ বছর নিয়োগ না হওয়ায় সুবীরেশবাবু আমলে চূড়ান্ত আকার নেয় চাকরিপ্রার্থীদের ক্ষোভ৷ এক ব্যক্তি, এক পদের দাবি ও শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়৷ পরে, কমিশনের চেয়ার ছেড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিরে যান তিনি৷ তবে, পুরানো পদে সুবীরেশবাবু ফিরে আসার খবর চাউর হতেই নতুন করে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে৷