কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠকে বসছে শিক্ষাদপ্তর৷ কমিশনের চেয়ারম্যান পদে রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি ও শিক্ষামন্ত্রীর পদে রদবদল সংক্রান্ত জল্পনা কাটাতে বৃহস্পতিবার বিকালে বিকাশ ভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর৷ তবে, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হলেও পূর্বনির্ধারিত কোনও সূচিতে বদল আসবে না বলেও কমিশন সূত্রে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
চাকরি সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাইকোর্টের জট কাটিয়ে এই মুহূর্তে নবম ও দশম শ্রেণির বাংলা বিষয়ে কাউন্সেলিং চলছে৷ একই সঙ্গে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়েও সফল প্রার্থীদের প্যানেলও প্রকাশ হয়েছে৷ ফলে, গুরুত্বপূর্ণ এই সময়ে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ও পদ সংক্রান্ত অচলাবস্থা নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে৷ মনে করা হচ্ছে, কমিশনের এই অচলাবস্থা মাঝে শিক্ষক নিয়োগ পর্বে চাকরিপ্রার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, ওই বৈঠকে শিক্ষা দপ্তরের কর্তা ও কমিশনের আধিকারিকরা উপস্থিত থাকবেন৷