কলকাতা: ফের পিছল বকেয়া মহার্ঘ মামলার শুনানি৷আজ স্যাটে ছিল ডিএ মামলার শুনানি৷ এদিন শুনানিতে স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের অনুমতি ছাড়া স্যাট কোন সিদ্ধান্ত নিতে পারে না৷ ফলে, যা নির্দেশ দেওয়ার হাই কোর্টই দেবে বলে জানিয়ে দেওয়া হয়৷ একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানির দিন৷ আগামী বছর ২৪ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে৷ ফলে, নতুন বছরের আগে কোনও ভাবেই DA প্রাপ্তি হচ্ছে না রাজ্য সরকারি কর্মীদের৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, যেহেতু কলকাতা হাই কোর্ট রিভিউ পিটিশন গ্রহণ করেছে, ফলে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যকে সময় দেওয়া হয়৷ রাজ্যের সওয়াল শুনে সাটের তরফে রাজ্যের সময় চাওয়ার আর্জিকে সম্মতি জানানো হয়৷ একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টে মামলা শেষ না হওয়া পর্যন্ত কোনও রায় ঘোষণা করতে পারবে না স্যাট৷ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি৷