আজ বিকেল: যোগ্যতা অনুযায়ী বেতন দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য মেটাতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ প্রধানমন্ত্রীর কাছে বেতন সমস্যা তুলে ধরে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের তরফে জানানো হয়েছে৷
ভোটের ডিউটি বয়কটের ডাক দিয়ে কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শিক্ষকদের
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেতন সমস্যা মেটানোর দাবি জানিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা৷ কলকাতার রাজপথে বিশাল মিছিল করেন তাঁরা৷ ‘এক দেশ, এক বেতন’ এই দাবিতে সরব হন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক চিরঞ্জিত ধীবর৷
টাকা দিলেই মিলবে শিক্ষক বদলির ছাড়পত্র, রাতেও খোলা DPSC-র দপ্তর!
তিনি জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর বাংলায় প্রধানমন্ত্রীর সভায় প্রাথমিক শিক্ষকদের সমস্ত দাবি নরেন্দ্র মোদির হাতে তুলে ধরা হবে৷ এমনকী, গোটা বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চাও হবে বলেও জানান তিনি৷