আজ বিকেল: বেতন বৃদ্ধি ও বকেয়া মহার্ঘভাতার মেটানোর দাবিতে এবার রাজপথে নামতে চলেছেন রাজ্য কর্মচারীদের একাংশ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (নবপর্যায়)-এর কয়েক হাজার সদস্য৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার নিজের দাবি আদায়ের লক্ষ্যে দুপুর দেড়টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলার লেনিনমূর্তি সংলগ্ন পার্কে জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷ ধর্মতলা থেকে কর্মচারী সংগঠনের একটি প্রতিনিধি দল যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে৷ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজেদের সমস্ত দাবি-দাওয়া তুলে ধরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ কথা বলবেন, রাজ্যপালের সঙ্গে৷ রাজ্যপালের কাছে গিয়ে অবিলম্বে বেতন সংশোধন, বকেয়া মহার্ঘভাতা মেটানো ও কর্মচারীদের সংগঠন করার মৌলিক অধিকার রক্ষা করা-সহ গুচ্ছ দাবি তুলে ধরা হবে বলে আজ বিকেল ডট কমকে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (নবপর্যায়)-এর সাধারণ সম্পাদক সন্দীপ দাশগুপ্ত৷