কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে জারি বিভ্রান্তি৷ চেয়ার দখল নিয়ে তুঙ্গে বিতর্ক৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ কবে? সূত্রের খবর, অন্যান্য বিষয়ের সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের পর সুপারিশের তালিকা স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষা দপ্তর হয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে চলে গিয়েছে৷ নিয়োগপত্র ছাড়া শুরু স্রেফ সময়ের অপেক্ষা৷ তবে, বাংলা বিষয়ের প্রার্থীদের এদিন কাউন্সেলিংয়ে বলে দেওয়া হয়েছে, তাঁদের নিয়োগপত্র আসতে আরও দু’মাস সময় লাগতে পারে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার প্রশ্ন উঠছে, অন্যান্য বিষয়, যেগুলির কাউন্সেলিং আগেই হয়ে গিয়েছে, সেগুলির নিয়োগপত্র আগে ছাড়া হবে, নাকি বাংলার সহ সব নিয়োগপত্র একসঙ্গে ছাড়া হবে? তবে, বিকাশ ভবন সূত্রে খবর, বাংলার সঙ্গে অন্যান্য বিষয়ের প্রার্থীদের নিয়োগপত্র একসঙ্গে ছাড়ার কোনও প্রশ্ন নেই৷ কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদে তালিকা চলে গিয়েছে৷ তবে, বড়দিনের ছুটির জন্যই সম্ভবত নিয়োগপত্র ছাড়া হচ্ছে না৷ নতুন বছর থেকেই নিয়োগপত্র ছাড়া শুরু হতে পারে৷ পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, এখনও এ বিষয়ে কিছু ঠিক হয়নি৷