আজ বিকেল: বকেয়া DA-র দাবিতে ‘বাংলা বনধে’র ডাক রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের৷ ১২ দফার দাবির ভিত্তিতে এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (নবপর্যায়)-সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সর্বভারতীয় কর্মচারী ফেডারেশন৷ আগামী ৮ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের তরফে বাংলা বনধের ঘোষণা করা হয়েছে৷ ঠিক কোন কোন দাবিতে ‘বাংলা বনধে’র ডাক দেওয়া হচ্ছে?
‘বাংলা বনধে’র ডাক রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রেস বিবৃতি জারি করে আজ বিকেল ডট কমকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (নবপর্যায়)-এর সাধারণ সম্পাদক সন্দীপ দাশগুপ্ত জানিয়েছেন-
- অবিলম্বে বেতন পুনর্বিন্যাস ও ০১-০১-২০১৬ থেকে নূন্যতম ২৮,৫০০ টাকা বেতন৷
- প্রাপ্য দিন থেকে বকেয়া ২৩ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘভাতার স্থায়ী আগেশনামা৷
- পুলিশ, কারা, আফগারি ও দমকল-সহ সমস্ত দপ্তরের কর্মীদের সংগঠন করার মৌলিক অধিকার খর্ব করা চলবে না৷
সরকারি দপ্তরের সমস্ত শূন্যপদ পূরণ ও স্থায়ী নিয়োগ৷ - ঠিকা-চুক্তি-সহ সমস্ত অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ ও ওয়ার্ক-চার্জড কর্মচারীদের পূর্বের ন্যায় নিয়মিতকরণ
স্থায়ীকরণ সাপেক্ষে ঠিকা-চুক্তি-সহ সমস্ত অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন ও কেরলা সরকারের ন্যায় স্থায়ী স্কেল নির্ধারণ৷ - অঙ্গনওয়াড়ী, আশা, ট্রেইন্ড দাই, সিএইচজি, ডিডিটি স্প্রে ওয়ার্কার ইত্যাদি কর্মীদের উন্নত বেতন৷
- নিয়মিতকরণ সাপেক্ষে কর্মবন্ধু-সহ সমস্ত ধরনের পার্ট-টাইম কর্মীদের বেঁচে থাকার মতো বেতন৷
- মৃত ও অক্ষম কর্মচারীর পোষ্যের চাকরির ক্ষেত্রে কোনরূপ শর্ত নয়৷
- কর্মচারীদের যত্রতত্র বদলি আদেশনামা নং ১৭৫-এফ(পি), ১৭৬এফ(পি) ও ১৭৭এফ(পি), তারিখ ০৯-০১-২০১৪ বাতিল, বদলির সুষ্ঠু নীতি প্রণয়ন এবং সমস্ত সংগঠনের কর্মী-নেতৃত্বের উপর প্রতিহিংসামূলক বদলির আদেশ প্রত্যাহার৷
- সম্পূর্ণ ক্যাশলেস হেনথ স্কিম চালু৷
- পেনশন প্রাপকদের বাড়িভাড়া ভাতা চালুর দাবি জানানো হয়েছে৷