কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের (ওবিসি) সংরক্ষণের হার বৃদ্ধির দাবিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দ্বারস্থ হল বিজেপি। দলের ওবিসি মোর্চার তরফে এক প্রতিনিধিদল শনিবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ, অসম, কেরল সহ একাধিক রাজ্যে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য যথাক্রমে ২৭, ২৯ এবং ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে সেই হার মাত্র সাত শতাংশ। ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পালের অভিযোগ, ধর্মের ভিত্তিতে ওবিসি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে রাজ্য সরকার। ধর্মের ভিত্তিতে বিবিধ ক্যাটিগরিতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার প্রেক্ষিতে নবান্নের তরফে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্বপনবাবু।
সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণের হার বৃদ্ধির দাবি
কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের (ওবিসি) সংরক্ষণের হার বৃদ্ধির দাবিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির দ্বারস্থ হল বিজেপি। দলের ওবিসি মোর্চার তরফে এক প্রতিনিধিদল শনিবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ, অসম, কেরল সহ একাধিক রাজ্যে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য যথাক্রমে ২৭, ২৯ এবং ৪০ শতাংশ