নয়াদিল্লি: গোটা দেশে অন্তত ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদ খালি অবস্থায় পড়ে রয়েছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিতভাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরেন্দ্র কুমার। এর মধ্যে এক লক্ষ ৯ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীপদ খালি অবস্থায় রয়েছে। এই প্রকল্পের সহায়ক পদ শূন্য রয়েছে এক লক্ষ ১৮ হাজার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্যগুলির মধ্যে বিহারেই এই প্রকল্পে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে। কর্মী ও সহায়িকা মিলে অন্তত ৫৩হাজার পদ খালি রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ২৪ লক্ষরও বেশি কর্মী ও সহায়িকারা নিযুক্ত আছেন। কর্মীপদে রয়েছেন ১২ লক্ষ ৮ হাজার। সহায়িকা আছেন ১১ লক্ষ ৬ হাজার। পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে ১৩ লক্ষ ৬৩ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে ৮৬.১৫ শতাংশ কেন্দ্র চলে পাকা বাড়িতে।