আজ বিলেক: ভোটের ডিউটিতে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরের ডেপুটেশন জমা দিলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের প্রতিনিধি দল৷ সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে চিফ এলেক্টরাল ড: আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেওয়া উদ্যোগ নেওয়া হয়৷ অভিযোগ, নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হলেও এদিন প্রতিনিধি দলকে ফিরিয়ে দেওয়া হয়৷ তবে, খালি হাতে ফিরতে হলেও, কমিশনে দাঁড়িয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে এসেছেন শিক্ষক-শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, এদিন আধিকারিকদের সঙ্গে কথা বলার আর্জি জানানো হলেও বিশেষ অসুবিধা কারণ দেখিয়ে প্রতিনিধি দলকে ফিরে যেতে অনুরোধ করা হয়৷ কিন্তু, তাতেও হাল ছাড়েননি তাঁরা৷ নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার চেষ্টাও চলতে থাকে৷ পরে, চিফ এলেক্টরাল ড: আরিজ আফতাবের ব্যক্তিগত সহায়ক এসে কথা বলেন৷
এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘সারা রাজ্যজুড়ে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য তিনি কি ব্যবস্থা সুনিশ্চিত করবেন তা জানবার জন্যই আমরা নির্বাচন কমিশনের দপ্তরে এসেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের তিনি আজকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেন না। তার পিএ জানালেন, অন্য কোন একদিন তিনি সময় দেবেন আমাদের সঙ্গে সাক্ষাতের জন্য। আমরা তাঁকে জোরালোভাবে জানিয়ে এসেছি যে, অতি দ্রুত একটি দিন নির্ধারণ করা হোক যেদিন আমরা তার সাথে মুখোমুখি সাক্ষাৎ করে আমাদের দাবি পেশ করতে পারব৷ প্রত্যুত্তরে তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যেই তিনি ফোন করে আমাদের জানিয়ে দেবেন কবে সিইও সাক্ষাৎ করতে পারবেন৷ আমরা এও বলে এসেছি যে, আগামী লোকসভা নির্বাচনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সারা রাজ্যে ভোট কর্মী হিসাবে ভোট গ্রহণের জন্য সকলকে আমরা সেই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাব৷ অবিলম্বে এর সমাধান যদি না হয় তাহলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে অচলাবস্থার সৃষ্টি হবে৷ এরপর আমরা ডেপুটেশনের কপি রিসিভিং সেকশনে দিয়ে এসেছি৷’’ এদিন প্রতিনিধি দলে ছিলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অনামিকা চক্রবর্তী, সুলগ্না পাল, তমাল মন্ডল এবং রাজু ছেত্রী৷