আজ বিকেল: ইঙ্গিতটা ছিলই৷ এবার শুধু সময়ের অপেক্ষা৷ দিন কয়েকের জটিলতা কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের পুরানো পদেই ফিরছেন সুবীরেশ ভট্টাচার্য৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধ অথবা বৃহস্পতিবার দায়িত্ব নিজের কাধে তুলে নিতে চলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য৷ সুবীরেশ বাবুকে দায়িত্ব বুঝিয়ে অধ্যক্ষা হিসাবে বেহালা কলেজেই ফিরছেন শর্মিলা মিত্র, খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে৷ তবে, কমিশনে চেয়ারবদল নিয়ে আশা-আশঙ্কায় দিন গুনতে শুরু করেছেন কয়েক লক্ষ চাকরিপ্রার্থী৷ কমিশন সূত্রে খবর, চেয়ার বদল হলেও কোনও পূর্বনির্ধারিত কোনও কর্মসূচি পরিবর্তন করা হচ্ছে না৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ১৭ ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য৷ আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাঁকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন৷ উত্তরবঙ্গ থেকে কলকাতায়ও ফিরে এসেছেন তিনি৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
চেয়ারম্যান পদে রদবদল হতেই চাকরিপ্রার্থীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিয়োগ, দীর্ঘ সাত বছর নিয়োগ বন্ধ থাকার পর শর্মিলা মিত্রর সংক্ষিপ্ত সময়ে শিক্ষক নিয়োগে গতি বাড়িয়েছিলেন৷ কিন্তু, হঠাৎ এমন কী হল, যাতে শিক্ষামন্ত্রীর অজানতেই বদলে গেল চেয়ারম্যান পদ? চাকরিপ্রার্থীদের অভিযোগ, যে চেয়ারম্যানের আমলে বন্ধ হয়ে পড়েছিল শিক্ষক নিয়োগের ফাইল, সেই তাঁকেই নতুন করে ফিরিয়ে এনে আদতে কী প্রমাণ করার চেষ্টা করছে শিক্ষা দপ্তর?
এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী জয়দীপ দত্ত জানিয়েছেন, ‘‘এসএসসি’র ইতিহাসে সবচেয়ে সফল চেয়ারম্যান হলেন মেড্যাম শর্মিলা মিত্র৷ বন্ধ নিয়োগ প্রক্রিয়াকে সচল করার মূল কারিগর তিনিই৷ আপনাকে শত কোটি প্রণাম৷’’