আজ বিকেল: কমপক্ষে ৩৩ জন পার্শ্বশিক্ষকে বদলি রুখতে জলপাইগুড়ি জেলার ডিপিও ঘেরাও কর্মসূচি সমগ্র শিক্ষা মিশনের৷ পার্শ্বশিক্ষকদের জমায়েত দেখে তড়িঘড়ি দপ্তর ছাড়ে বেড়িয়ে যান ডিপিও৷ পরে, পার্শ্বশিক্ষকদের তরফে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন সুইচড অফ পাওয়া যায় বলে জানা গিয়েছে৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরবর্তীতে ADM (শিক্ষা) মাননীয় মলয় হালদারের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা৷ সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে এডিএম শিক্ষা আশ্বাস দেন বলে খবর৷ অভিযোগ, ডিপিও দপ্তর থেকে শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি জারি হলেও জেলা প্রশাসন এই বিষয়ে কোন কিছু জানেন না বলেও জানান মলয়বাবু৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
আগামী বুধবার ফের সমগ্র শিক্ষা মিশনের জেলা অফিস ঘেরাও এমনকী, বৃহত্তর সমাবেশ করা হবে বলে পার্শ্বশিক্ষকদের তরফে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ বদলির নির্দেশ বাতিল করা না হলে আন্দোনল চলবে বলেও জানিয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম সদস্য ভগিরথ ঘোষ৷ এদিন তিনি আজ বিকেল ডট কমকে জানান, ‘‘এ বিষয়ে যে একটা দুর্নীতি হয়েছে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম৷ তাই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ডিপিও সাহেব যেটা করেছেন সেটা যতক্ষণ পর্যন্ত না রদ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে৷ অবিলম্বে এই অবৈধ বদলির নির্দেশ প্রত্যাহার না করলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপিও অফিস ঘেরাও করা হবে৷ রাজ্যজুড়ে আন্দোলনে নামবে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ৷’’
শিক্ষা মান উন্নয়নের কারণ দেখিয়ে ৩৩ জন পার্শ্বশিক্ষককে বদলির নির্দেশ দেন জলপাইগুড়ি জেলার DPO৷ অভিযোগ, বদলির নির্দেশ পাওয়া পার্শ্বশিক্ষকদের বাড়ি থেকে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে তাঁদেরকে স্কুল নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ অথচ, যাঁদের প্রয়োজন তাঁরা বারংবার আবেদন করেও বদলি পাচ্ছেন না বলে অভিযোগ পার্শ্বশিক্ষকদের একাংশের৷ ‘অনৈতিক’ এই বদলির প্রতিবাদে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে৷ বদলির এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ডিপিও অফিস ঘেরাওয়ের ডাক দেয় পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ৷