নয়াদিল্লি: ইউপিএসসি পরীক্ষায় প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা কমানোর কোনও প্রস্তাব গৃহীত হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে সাফ জানিয়ে দিল কেন্দ্র। পাশাপাশি, এ ধরনের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না বলেও জানিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘সিভিল সার্ভিস পরীক্ষায় প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পরিবর্তন নিয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। জল্পনা ও রিপোর্ট পুরোপুরি ভিত্তিহীন।’ নীতি আয়োগকে উদ্ধৃতি করে ছড়িয়ে পড়া রিপোর্টে বলা হয়েছিল, সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষায় বসার বয়সসীমা কমিয়ে ২৭ করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী ইউপিএসসি পরীক্ষায় সাধারণ প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩২ এবং তফসিলি জাতি উপজাতিদের জন্য ৩৭ রয়েছে।
চাকরির পরীক্ষায় বয়স সীমা পরিবর্তনে নয়া নির্দেশ কেন্দ্রের
নয়াদিল্লি: ইউপিএসসি পরীক্ষায় প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা কমানোর কোনও প্রস্তাব গৃহীত হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে সাফ জানিয়ে দিল কেন্দ্র। পাশাপাশি, এ ধরনের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না বলেও জানিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘সিভিল সার্ভিস পরীক্ষায় প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পরিবর্তন নিয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। জল্পনা ও রিপোর্ট